ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘পারফেক্ট ইলেকট্রনিক্স’ নিবেদিত

‘মা পদক’ পাচ্ছেন আনোয়ারা

‘মা পদক’ পাচ্ছেন আনোয়ারা

‘আলী-রূপা ফাউন্ডেশনে’র উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ২০২২ সাল থেকে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। যথারীতি এবারও আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে ‘পারফেক্ট ইলেকট্রনিক্স’ নিবেদিত ‘মা পদক ২০২৪’ অনুষ্ঠিত হবে। পারফেক্ট ইলেকট্রনিক্সে’র সিইও এবং প্রতিষ্ঠাতা গোলাম শাহরিয়ার কবিরের সার্বিক সহযোগিতায় এবারের ‘মা পদক ২০২৪’ ঢাকার একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সিনেমা, নাটক, গান, নৃত্যাঙ্গনসহ দেশের প্রশাসন, শিক্ষা, সাংবাদিকতা, সেনাবাহিনীসহ আরো কয়েকটি ক্যাটাগরিতে এবার কৃতী সন্তানদের মায়েদের ‘মা পদক’ প্রদান করা হবে। প্রতিবারই চলচ্চিত্র কিংবা নাটকের এমন একজন অভিনেত্রীকে ‘মা পদক’ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। যথারীতি এবার বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আলী-রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক নগরী। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আনোয়ারা। তিনি বলেন, ‘এর আগে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় জাতীয় স্বীকৃতি পেয়েছি আমি ৯বার। কিন্তু অসংখ্য সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করার জন্য মা পদকে ভূষিত হচ্ছি, এটা সত্যিই আমার কাছে অন্যরকম ভালোলাগার। দর্শক আমাকে ভালোবাসেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স’কে আমাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করায়।’ পারফেক্ট ইলেকট্রনিক্সে’র সিইও গোলাম শাহরিয়ার কবির বলেন, ‘অভি মঈনুদ্দীন ভাইয়ের এই আয়োজন আমি বিগত দুই বছর পর্যবেক্ষণ করেছি। আমার কাছে মনে হয়েছে এমন আয়োজনে আমার প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকলে আমার নিজেরও ভালোলাগবে। কারণ এর সাথে প্রত্যেক মায়ের আবেগ, ভালোবাসা ও দোয়া আছে। তাই পারফেক্ট ইলেকট্রনিক্সও থাকুক মা পদকের সঙ্গে।’ উল্লেখ্য, এবার বিশেরও অধিক গর্বিত সন্তানের মায়েদের ‘মা পদক’-এ ভূষিত করা হচ্ছে। উল্লেখ্য, ‘আলী-রূপা ফাউন্ডেশনে’র উদ্যোগে ‘শিক্ষা গুরু’ সম্মাননাও প্রদান করা হয়ে থাকে। যথারীতি চলতি বছরের শেষপ্রান্তে ‘শিক্ষা গুরু সম্মাননা’ও প্রদান করা হবে। অভি মঈনুদ্দীন বলেন, ‘বিগত দুই বছরের ভুল ত্রুটি এবার শুধরে ফেলার চেষ্টা করব। এবারের আয়োজন গত দুই বছরের চেয়ে আরো ভালো করার চেষ্টা থাকবে। সেইসাথে এবারের আয়োজনে আগের চেয়ে বর্ণাঢ্য এবং বড় পরিসের হতে যাচ্ছে। সবার দোয়া চাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত