জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি মাকে নিয়ে তিনি দেখেছেন বদরুল আনাম সৌদ পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যামাকাব্য’। সিনেমাটি দেখে গণমাধ্যমকে এই অভিনেত্রী জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। জয়া আহসান বলেন, দুর্দান্ত। খুবই ভালো ডিরেকশন, ভালো গল্প, অভিনেতা-অভিনেত্রীরাও খুব ভালো করেছেন। সিনেমার পরতে পরতে ছিল বিস্ময়। আমি প্রেডিকটই করতে পারিনি যে, শেষে কী হবে। তিনি আরও বলেন, ‘শ্যামাকাব্য’ খুবই ক্ল্যাসিক অ্যাপ্রোচের একটা সিনেমা। যারা ভালো কনটেন্ট দেখতে ভালোবাসেন, ভালো গল্প খোঁজেন তারা সবটাই পাবেন এখানে। ইটস এ কমপ্লিট প্রোডাকশন। গত মাসে জয়া আহসানের গাওয়া ‘তাঁতী’ শিরোনামের একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। যাতে প্রাধান্য পেয়েছে তাঁতের শাড়ির বিজয়গাথা। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো গানও করেন, তা তিনি এ গানের মাধ্যমে জানান দিয়েছেন।