নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধক রোজিনা

প্রকাশ : ০৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অনুপ্রেরণা দিতে ‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর উদ্যোগে এর আগে নারীদের সম্মাননা প্রদান করেছিল সংগঠনটি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে এবং-এর সভাপতি স্বর্ণলতা দেবনাথ। দ্বিতীয়বারের মতো আগামী ১২ মে রোববার রাজধানীর শিল্পকলা একাডেমি’র জাতীয়সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৩টায় ‘গ্রীন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সম্পূর্ণা বাংলাদেশ’র সভাপতি স্বর্ণলতা দেবনাথ। স্বর্ণলতা জানান, এবারের আয়োজনের উদ্বোধক হিসেবে থাকবেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা, প্রযোজক, পরিচালক রোজিনা। ‘সম্পূর্ণা বাংলাদেশ’ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে গত সোমবারই নিশ্চিত করেছেন রোজিনা। রোজিনা বলেন, ‘সত্যি কথা বলতে কী, এখন নানান ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পাই। কিন্তু সবধরনের অনুষ্ঠানে যাওয়ার আগ্রহ জন্মায় না। সুব্রত এবং স্বর্ণলতা যখন আমাকে সম্পূর্ণা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিস্তারিত তুলে ধরলেন, তখন আমারও ভীষণ আগ্রহ জন্মাল নারীদের সম্মাননা প্রদানের এই আয়োজনকে ঘিরে। আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই ভীষণ সম্মানীত বোধও করেছি। যে কারণে সুব্রত এবং স্বর্ণলতা’কে এ বিষয়ে কনফার্ম করে দিয়েছি।