বড় পর্দায় সঞ্জয়লীলা বানসালির বর্ণিল ক্যারিয়ার। ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশাল আয়োজনে সিনেমা বানানোর দিক দিয়ে তিনি অনন্য। এবার তিনি নামলেন ওটিটি দুনিয়ায়। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’। বরাবরের মতো এই নির্মাণেও প্লট হিসেবে ইতিহাসের আশ্রয় নিয়েছেন বানসালি। আর স্বভাবজাত বৈশিষ্ট্যের জন্য পাচ্ছেন প্রশংসা। কিন্তু সমালোচনাও হচ্ছে ঢের। অনেকেই বলছেন, ‘হীরামান্ডি’তে ইতিহাস বিকৃত করা হয়েছে। এছাড়া সিরিজের অন্যতম মুখ্য চরিত্র আলমজেবের ভূমিকায় শারমিন সেগালকে নেওয়ার কারণে স্বজনপোষণের অভিযোগও উঠেছে। কারণ বানসালির কাছের মানুষ শারমিন। এদিকে মুক্তির পর সিরিজটি পাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। সিনে সমালোচক থেকে সাধারণ দর্শক, অনেকের কাছ থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া মিলছে। অন্তর্জালে এর সামগ্রিক রেটিং এখন ১০-এর মধ্যে মাত্র সাড়ে ৬! সমালোচক সুমিত কাড়েল সিরিজটিকে ‘মহাকাব্যিক হতাশা’ বলে কটাক্ষ করেছেন।
এমন মিশ্র প্রতিক্রিয়া আর বিতর্কের মধ্যেও নেটফ্লিক্সে দাপট দেখালো ‘হীরামান্ডি’। প্রথম সপ্তাহেই এটি বৈশ্বিকভাবে সর্বোচ্চ ভিউ পাওয়া ভারতীয় সিরিজ হয়ে গেছে বলে জানালেন বক্স অফিস ও সিনেমা বিশ্লেষক তরন আদর্শ। তার ভাষ্য, ‘সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ নেটফ্লিক্সের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বানসালির এই উপহার এখন বৈশ্বিকভাবে সর্বোচ্চ ভিউ পাওয়া ভারতীয় সিরিজ। মুক্তির মাত্র এক সপ্তাহে অন্তত ৪৩টি দেশের টপ-১০ চার্টে অবস্থান করছে সিরিজটি।’ এদিকে ফোর্বস-এর এক প্রতিবেদন থেকে জানা গেল, নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে নেটফ্লিক্সে এখন ভিউর দিক দিয়ে ‘হীরামান্ডি’র অবস্থান দ্বিতীয়। এক সপ্তাহে সিরিজটি দেখেছে ৪৫ লাখের বেশি দর্শক। যেটার ওয়াচটাইম ৩৩ লাখ ঘণ্টা! দীর্ঘ ১৮ বছর ধরে ‘হীরামান্ডি’ নির্মাণের স্বপ্ন বুনেছেন বানসালি। বিস্তর আয়োজনের সেট-সজ্জায় হয়েছে শুটিং। ৩০০ কেজির বেশি গহেনা ছিল অভিনেত্রীদের জন্য। যেগুলো- মুক্তা, পান্না, হিরা দিয়ে তৈরি। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি, শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফারদিন খান প্রমুখ।