ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘গরবিনী মা’ সম্মাননা

শতাব্দী ওয়াদুদ ও মেহজাবীনের মা

শতাব্দী ওয়াদুদ ও মেহজাবীনের মা

গত ১২ মে ছিলো বিশ্ব মা দিবস। মা দিবসকে কেন্দ্র করে আজ থেকে ১১ বছর আগে ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে’র আয়োজনে ও একই হাসপাতালের ব্যস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও দশটি ক্যাটাগরিতে দশজন সফল সন্তানের মায়েদের সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের অভিনয় অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাহসানের মা অধ্যাপক ড. জেডএন তাহমিদা বেগমকে ‘গরবিনী মা’ সম্মানায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সংসদ সদস্য আরমা দত্ত ও অনুষ্ঠান সভাপতি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, সিআইপি’র হাত থেকে ‘গরবিনী মা সম্মাননা’ গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত