‘সম্পূর্ণা বাংলাদেশ’-এ পদকপ্রাপ্তিতে উচ্ছ্বসিত নারীরা
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
‘সম্পূর্ণা বাংলাদেশ’ আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করতে পেরে ভীষণ আনন্দিত বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সেক্টরের নারীরা। মূলত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অনুপ্রেরণা দিতে ‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর উদ্যোগে এর আগে নারীদের সম্মাননা প্রদান করেছিল সংগঠনটি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে এবং এর সভাপতি স্বর্ণলতা দেবনাথ। দ্বিতীয়বারের মতো গেল গত রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৪টায় ‘গ্রিন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নন্দিত নায়িকা ও চলচ্চিত্র পরিচালক রোজিনা। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হন গুণী অভিনেত্রী মিলি বাশার। সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য ‘সম্পূর্ণা বাংলাদেশ’ সম্মাননা প্রাপ্ত হন অভিনেত্রী রোজিনা, গায়িকা অণিমা রায়, কর্ণিয়া, উপস্থাপিকা শান্তা জাহান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, শবনম ফারিয়া, নাজিবা বাশার, স্বর্ণলতা দেবনাথ। এছাড়া খেলাধুলাসহ আরো নানা সেক্টরের সফল নারীদের হাতে ‘সম্পূর্ণা বাংলাদেশ’ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আগত সব নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘সম্পূর্ণা বাংলাদেশে’র প্রতিষ্ঠাতা সুব্রত দে, সভাপতি স্বর্ণলতা দেবনাথ ও ‘সম্পূর্ণা বাংলাদেশে’র সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ রোজি। প্রধান অতিথি সেলিনা হোসেন বলেন, ‘নানা অঙ্গনে সফল নারীদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগলো। নারীদের অনুপ্রেরণা দেয়াটাও আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। সম্পূর্ণা বাংলাদেশের জন্য শুভ কামনা রইল।’ অনুষ্ঠানের উদ্বোধক রোজিনা বলেন, ‘খুব চমৎকার ছিলো সম্পূর্ণা বাংলাদেশের আয়োজন। ধন্যবাদ সুব্রত ও স্বর্ণলতা দেবনাথকে তাদের পরম আন্তরিকতার জন্য। আগামীতেও নারীদের নিয়ে এই ধারা অব্যাহত থাকুক।’ স্বর্ণলতা বলেন, ‘ধন্যবাদ সুব্রত ও রোজি আপাকে। তারা দুজনই সংগঠনের জন্য অনেক কষ্ট করেন। তাদের কারণে সম্পূর্ণা বাংলাদেশ পূর্ণতা পাচ্ছে।’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অণিমা রায় ও কর্ণিয়া। অনুষ্ঠানের উপস্থাপনা করেন শান্তা জাহান ও স্বর্ণলতা।