মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত নিপুণ
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের সিনেমার দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণের একমাত্র মেয়ে তানিশা হোসেন আমেরিকার ‘দ্য ইউনিভার্সিটি অব অ্যারিজোনা’ থেকে দুটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন। এই ইউনিভার্সিটি থেকে তানিশা ‘মনোবিজ্ঞান’ ও ‘পারিবারিক বিজ্ঞান’ বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন। ইউনিভার্সিটি থেকে এরই মধ্যে তানিশা দুটো বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার জন্য দুটি ভিন্ন দিনে সম্মাননা গ্রহন করেন। মেয়ের এই প্রাপ্তি নিজের চোখে দেখবেন বিধায় ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর নিপুণ আমেরিকা চলে যান। আমেরিকা থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিপুণ বলেন, ‘তানিশা থেকে সেই মুুহূর্তে কেন জানি আমারই খুব নার্ভাস লাগছিল। আসলে সেই মুহূর্তটি ব্যাখা করা খুব কঠিন। খুব গর্ব অনুভব করছিলাম মনে মনে। তানিশার আজ যে অর্জন তার পুরোটা কৃতিত্বই আমার মায়ের। আমার মা মনোয়ারা সুলতানা আমার মেয়ে তানিশার জন্য অনেক কষ্ট করেছেন। আমিতো বিগত চার বছর আমেরিকায় যেতে পারিনি। আম্মাই গিয়েছেন। তানিশাকে সময় দিয়েছেন। তাই এই পুরো কৃতিত্ব আমার আম্মার এবং আমার মেয়ের। আমি শুধু মাঝখানে থেকে আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাওয়ার চেষ্টা করেছি মাত্র। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তানিশাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’