ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অভিযোগ নিপুণের বিরুদ্ধেও আছে : মিশা

অভিযোগ নিপুণের বিরুদ্ধেও আছে : মিশা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সেশনের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। এবার বিষয়টি নিয়ে সরব হলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগর। নিপুণের বিরুদ্ধেও অভিযোগ ও সাক্ষী আছে বলে জানান তিনি। মিশা বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে প্রায় ১ মাস। আপিল বিভাগও ছিল। কিন্তু কোনো অভিযোগ আসেনি। নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা তো নিপুণ নিজ মুখেই স্বীকার করেছেন এটা উপস্থিত সবাই শুনেছেন। তিনি হাসিমুখে ফল মেনে নিয়ে আমাদের সঙ্গে অনেক আনন্দ-ফুর্তিও করেছেন। এতদিন পর এসে এসব কথা বলার মানে কী? আসলে তিনি কী চান?’ তিনি আরও বলেন, ‘জায়েদ খান যখন নির্বাচনে জয় লাভ করলেন (সাধারণ সম্পাদক পদে) তখনও সে (নিপুণ) এমন একটি কাজ করে ওকে ওর আসনেই বসতে দিলেন না। এ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। আর এসব কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষজন হেসেছে। শিল্পীরা হলো সমাজের আইডল। তাদের থেকে সাধারণ মানুষ ও ভক্তরা অনেক কিছু শিখে। আবার এ ঘটনার পুনরাবৃত্তি, সমাজে আমাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে?’ ক্ষুব্ধ সভাপতি এ সময় বলেন, ‘তিনি নির্বাচন ঘিরে যেসব অভিযোগ এনেছেন, আমার কাছেও তো অনেক অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। যার সাক্ষী-প্রমাণও আছে। সময় মতো তার কথার জবাব দেওয়া হবে।’ গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয়। উৎসবমুখর পরিবেশে ৫৭০ জনের মধ্যে ৪৭৫ জন শিল্পী ভোট দেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত