আমেরিকার ব্র্যান্ড স্কাই ফরেস্টের সাথে বাংলাদেশের মডেল

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

সম্প্রতি বাংলাদেশি তরুণ মডেল ইমাম মাহমুদ রিফাত ফ্যাশন মডেল হিসেবে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছে। রিফাতের মিডিয়া যাত্রা শুরু হয় ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২’এ দ্বিতীয় রানার আপ হওয়ার ভেতর দিয়ে। রিফাত এখন ব্যস্ত সময় পার করছে স্কাই ফরেস্টের সাথে ফটোশুট করে। স্কাই ফরেস্ট আমেরিকান ব্র্যান্ড। স্কাই ফরেস্ট তাদের মডেল হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশি নবীন মডেল রিফাতকে। তার ক্যারিয়ারের একটি বড় প্রকল্প স্কাই ফরেস্ট। সে তার পরবর্তী প্রকল্পর জন্য ভারতে যাচ্ছে। কারণ, রিফাত ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় ফ্যাশন ডিজাইনার এবং কিছু ফ্যাশন হাউসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং কলকাতার মেরে প্রোডাকশন হাউসের সাথে কাজও করেছেন। ইতিমধ্যেই রিফাত দেশেও কিছু এক্সক্লুসিভ ফ্যাশন হাউসের সাথেও চুক্তি করেছেন এবং দেশ সেরা ক’জন ফ্যাশন ডিজাইনারের সাথে সুন্দর কিছু কাজ করেছেন। রিফাত প্রাণ চাটনি, মজোর বিজ্ঞাপন করা ছাড়াও খাকি ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া, ফ্যাশন ব্র্যান্ড ব্যাং, ফেব্রিলাইফ, ডিজাইনারের দরজা, ক্লিম্ব, ওয়ানম্যান, বাংলা ফ্যাশন হাউস, সুতা, আরবান বন, জেন জেড, ক্লোসেট ফ্যাশন হাউস’র মডেল হয়েছেন। সম্প্রতি রিফাত দেশীয় খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার জন্য দেশীয় অন্যতম মডেল কো-অর্ডিনেট প্রতিষ্ঠান ‘সুহৃদ’র সাথে দীর্ঘমেয়াদি চুক্তিবদ্ধ হয়েছেন। ভবিষ্যতে এই নবীন মডেল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করতে চান এবং একজন মডেল হিসেবে অনেক অনেক ভালো কাজ দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।