কাজী নজরুলের জন্মবার্ষিকী

দুই বাংলায় ব্যস্ত ফেরদৌস আরা

প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

আগামী ২৫ মে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতে নজরুল সংগীত পরিবেশনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাবেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। তিনি জানান, কাজী নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকাল ৫টায় ঢাকার জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে তার একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর ফেরদৌস আরা একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরচিালক এ এফ এম হায়াতুল্লাহ। এদিকে আগামী ২৫ মে বিকাল চারটায় সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কবি নজরুলকে নিয়ে বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। আবার একই দিনে সন্ধ্যার পর গাজীপুরের শ্রীপুরে ভারতীয় দূতাবাস আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করবেন তিনি। ঠিক পরের দিনই ফেরদৌস আরা পশ্চিমবঙ্গেও আসানসোলে চলে যাবেন।