বাংলাদেশের সিনেমার নায়ক রাজ রাজ্জাক ও মিয়া ভাই খ্যাত নায়ক ফারুককে জীবন চলার পথে ভীষণ মিস করেন সংসদ সদস্য ও নায়ক ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘদিনের পথচলায় ফেরদৌস নায়ক রাজ রাজ্জাক ও নায়ক ফারুকের সঙ্গে সিনেমাতে অভিনয় করেছেন। নায়ক রাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হয়েছিল চ্যানেল আইতে। তখন অনেক নিমন্ত্রিত অতিথিদের মাঝে ফেরদৌসও ছিলেন। নায়ক ফেরদৌসকে অনুষ্ঠানে দেকে ভীষণ খুশি হয়েছিলেন নায়ক রাজ রাজ্জাক। নায়ক রাজ রাজ্জাক ফেরদৌসকে ভীষণ পছন্দ করতেন, স্নেহ করতেন। যে কারণে নাযক রাজ রাজ্জাক তার পরিচালিত সিনেমা ‘বাবা কেন চাকর’ সিনেমাতে ফেরদৌসকে নিয়েছিলেন। এই সিনেমাতে ফেরদৌসের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। অন্যদিকে একই অনুষ্ঠানে নায়ক রাজ রাজ্জাককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নায়ক ফারুকও উপস্থিত হয়েছিলেন। নায়ক রাজ রাজ্জাক, ফারুক ও ফেরদৌস একই ফ্রেমে ক্যামেরা বন্দিও হয়েছিলেন। নায়ক রাজ রাজ্জাক ও ফারুককে শ্রদ্ধার সাথে স্মরণ করে ফেরদৌস বলেন,‘ আমাদের চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক এবং আমাদের প্রিয় মিয়া ভাই অর্থাৎ ফারুক ভাইকে চলার পথে ভীষণ মিস করি। রাজ্জাক আঙ্কেল আমাকে ভীষণ আদর করতেন, স্নেহ করতেন। আমাকে এতোটাই ভালোবাসতেন যে তার পরিচালিত সিনেমা বাবা কেন চাকর-এ আমাকে কাস্ট করেছিলেন। এই সিনেমাটি এখনো দর্শক ইউটিউবে উপভোগ করেন। উদাহরণ টেনে এখনো এই সিনেমার কথা বলেন। আমাদের চলচ্চিত্রের দিকপাল ছিলেন, অভিভাবক ছিলেন নায়ক রাজ। তার চলে যাওয়ায় সত্যিই আমাদের ক্ষতি হয়েছে। আজকের দিন পর্যন্ত আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতেন, তাহলে চলচ্চিত্র আরো কিছু সুন্দর দিন পেতো। কিন্তু এটাই সত্যি একসময় সবাইকেই ছেড়ে চলে যেতে হয় এই পৃথিবীর মায়া কাটিয়ে। মিয়া ভাই জীবনের শেষ সময়ে এসে সংসদ সদস্য হয়েছিলেন। নায়ক হয়েও তিনি যেমন দর্শকের ভালোবাসা পেয়েছিলেন। সংসদ সদস্য হিসেবেও জনগণের ভালোবাসা পাচ্ছিলেন। তার মতোই তো আমি। আমিও এখন সংসদ সদস্য। জনগণের ভালোবাসায় সিক্ত হচ্ছি প্রতিনিয়ত। দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়শই ফারুক ভাইয়ের কথা ভীষণ মনে পড়ে। আল্লাহ দু’জনকেই বেহেস্ত নসিব করুন।’