অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও জনপ্রিয় আফসানা মিমি। ২০০০ সালে ‘বন্ধন’ নামের ধারাবাহিক দিয়ে প্রথম পরিচালকের চেয়ারে বসেছিলেন মিমি। এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশকিছু নাটক। এবার তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে মিমির ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’। দীপু নামের এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। তবে দীপুর ক্রিকেট খেলা পছন্দ নয় বাবার। তার চাওয়া, পড়ালেখা করে ছেলে বড় চাকরি করবে। দীপুর স্বপ্নপূরণে সহায়তা করে তার মা।
জমি বন্ধক রেখে ছেলেকে টাকা জোগাড় করে দেয়। দীপু ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। একসময় তারা বুঝতে পারে, এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানটি ভুয়া। বিপাকে পড়ে যায় দীপু। তবু থেমে যায় না সে। নতুন সুযোগ খুঁজতে থাকে। আফসানা মিমি বলেন, ‘গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের।
সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণবিষয়টি রাখার চেষ্টা করেছি।’ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে।
সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এটি অভিনেতার ওটিটিতে প্রথম কাজ। পরিচালক আফসানা মিমি জানান, গল্প চূড়ান্ত হওয়ার পর লোকেশন খুঁজতে বাগেরহাট গিয়ে আরহামকে খুঁজে পান। বাগেরহাট শহরের সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুরা সহায়তা করেছে।