দেশে এলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ঈদ মৌসুমে বন্ধ ছিল বিদেশি সিনেমা আমদানি। রেশ কাটতেই বলিউডি সিনেমা ঢুকল দেশের প্রেক্ষাগৃহে। শুরুটা হলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার মাধ্যমে। গতকাল শুক্রবার একইদিনে দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘গতকাল শুক্রবার দুপুর থেকে সিনেমাটি সারা বাংলাদেশে মুক্তি পেয়েছে। সেন্সর পেয়েছে সিনেমাটি। একইদিনে ভারতের সঙ্গে সিনেমাটি বাংলাদেশে চলছে। কিছু সমস্যা ছিল। সেটা কাটিয়ে শুক্রবার দুপুর ৩টার পর থেকে সিনেমা হলে চলে বলিউডের এই সিনেমাটি।’ সিনেমার গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র (রাজকুমার রাও)। তিনি ডাক্তার মহিমাকে পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহি হয়ে যায়। পরষ্পরের ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা এবং আবেগ আবিষ্কার করে। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন। ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। বিশ্বব্যাপী মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা।