ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জন্মদিনে তারকাদের শুভেচ্ছায় সিক্ত আরশাদ আদনান

জন্মদিনে তারকাদের শুভেচ্ছায় সিক্ত আরশাদ আদনান

আরশাদ আদনান, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ হয়েই এসেছেন। তার প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ পরপর ব্যবসা সফল দুটি সিনেমা। দুটি সিনেমাই পরিচালনা করেছেন হিমেল আশরাফ। দুটি সিনেমাতেই প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নায়ক শাকিব খান। আগামীতে ‘সাহেব’সহ আরো একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন আরশাদ আদনান। সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী এই প্রযোজকের জন্মদিন আজ। তারই জন্মদিনে দেশের কয়েকজন সফল তারকা তাকে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলেছেন।

দিলারা জামান : সিনেমা শিল্পের প্রতি আরশাদ আদনানের প্রেম, ভালোলাগা আমাকে মুগ্ধ করে। এমন একজন শিল্পমনা মানুষ সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকলে সেটা আমাদের সংস্কৃতির জন্যই কল্যাণকর। আমি আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ সিনেমাতে শাকিব খানের দাদির চরিত্রে অভিনয় করেছিলাম। আমার মনে আছে ডিসেম্বরের ২১ কি ২২ তারিখে তিনি আমাদের শুটিং দেখতে পাবনায় লোকেশনে গিয়েছিলেন। পরিচয় হলো, অল্প কিছুটা সময় কথা হলো। বেশ ভালো মনের একজন মানুষ। আমি চাই তিনি যেন আরো ভালো ভালো গল্পের সিনেমা প্রযোজনা করেন। তার জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক দোয়া।

প্রিন্স মাহমুদ : শুভ জন্মদিন স্নেহের আদনান, এই বিশেষ দিনে দোয়া করি তোমার সমস্ত প্রত্যাশা এবং প্রাপ্তি একই বিন্দুতে মিলিত হোক। আল্লাহ তোমাকে সরল পথে পরিচালিত করুন। অনেক বড় আলিঙ্গন আর ভালোবাসা রইল।

ফেরদৌস আহমেদ : আরশাদ আদনানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা। তিনি তার প্রযোজিত সিনেমা দিয়ে আমাদের চলচ্চিত্রে যে সুবাতাস বয়ে নিয়ে এলেন, এই সুবাতাস যেন তারই হাত ধরে অব্যাহত থাকে। তার প্রযোজিত সিনেমা দিয়ে যেন আমাদের সিনেমা আরো সমৃদ্ধ হয়, এই প্রত্যাশা আমার। আর অবশ্যই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, জন্মদিনে অনেক ভালোবাসা রইল।

আহসান হাবিব নাসিম : আরশাদ আদনান একজন প্রযোজক হিসেবে চলচ্চিত্রের জন্য ভালো কাজ করছেন। তার জন্য অনেক অনেক শুভ কামনা। তিনি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক ভালো থাকুন-এই দোয়া করি। তার প্রযোজিত সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দর্শকপ্রিয়তা পেয়েছে। আগামী সিনেমাগুলোর জন্যও শুভ কামনা রইলো। জন্মদিনে অনেক দোয়া, আল্লাহ তাকে সুস্থ রাখুন।

চঞ্চল চৌধুরী : আরশাদ আদনান ভাই আরি আমি, আমরা একই এলাকার ছাওয়াল। আবার আমাদের দুজনের জন্মদিনও কাছাকাছি সময়েই। এক-দুদিনের পার্থক্য। আদনান ভাই, আপনি বহুবছর যাবত আমাদের মিডিয়াতে কাজ করছেন। আপনার হাত দিয়ে অনেক বড় বড় কাজ দর্শকের সামনে এসেছে আপনারই প্রযোজনায়। তার সর্বশেষ প্রমাণ ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটো সিনেমাই আমি দেখেছি। আশা করব আগামীতেও আমাদের পাশে থেকে আরো ভালো ভালো কাজ উপহার দিবেন। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

অপূর্ব : আদনান ভাইয়া ভীষণ ভালো মনের একজন মানুষ। আমি তাকে দীর্ঘদিন ধরেই চিনি জানি। তার প্রযোজিত নাটকেও আমার অভিনয় করা হয়েছে। আমি দেখেছি তিনি আমাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ান। সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে কাঁধে হাত রেখে তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেন। আমারও বিপদে তিনি পাশে এসে দাঁড়িয়েছিলেন ঠিক আপন ভাইয়েরই মতো। তো একটা মানুষকে না ভালোবেসে থাকা যায় না। আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জন্য আদনান ভাইকে সবসময় পাশে চাই। জন্মদিন অনেক আনন্দে কাটুক। ভালোবাসি আদনান ভাইয়া।

মাহিয়া মাহি : আরশাদ আদনান ভাইয়ার সঙ্গে আমার পরিচয় ২০১৫ সাল থেকে। দীর্ঘদিনের পথচলায় আমি দেখেছি যে, তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ। আমাদের চলচ্চিত্রের জন্য একজন নিবেদিত প্রাণ। তার প্রযোজিত সর্বশেষ ব্যবসা সফল সিনেমা ‘রাজকুমার’-এ আমি অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি আমি। আদনান ভাইয়ের প্রযোজিত সিনেমা ‘প্রিয়তমা’ও দর্শকের ভালোবাসায় ভীষণ আলোচনায় ছিলো। আদনান ভাইয়া আমাদের চলচ্চিত্রের জন্য আরো ভালো ভালো কাজ করবেন, এমনটাই প্রত্যাশা থাকবে। তার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা, তিনি সুস্থ থাকুন, আরো বহুবছর আমাদের পাশে থাকুন- এই প্রত্যাশা।

ইধিকা পাল : আমার জীবনের প্রথম সিনেমাই যে মাইলফলক সিনেমা হবে এটা কখনো কল্পনাও করিনি। কিন্তু আরশাদ আদনান স্যারের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ আমার জীবনের মাইলফলক সিনেমা। আমি যদি এরপরেও সিনেমাতে অভিনয় না করতাম দর্শক আমাকে মনে রাখতেন, এতোটুকু বিশ্বাস নিজের মধ্যে তৈরি হয়েছে। আমাকে ‘প্রিয়তমা’ সিনেমাতে কাস্ট করার জন্য আমি আদনান স্যারের প্রতি কৃতজ্ঞ। সিনেমা মুক্তির পরও বঙ্গভবনে আমাকে একটি অনুষ্ঠানে ডাকা হয়েছিলো। সেখানেও আমাকে যে সম্মান দেয়া হয়েছে তা আমার আজীবন মনে থাকবে। আমি আদনান স্যারের সবসময়ই সুস্থতা কামনা করি। তিনি আমার জীবনের আশীর্বাদ। তার জন্মদিনে অনেক ভালোবাসা, শুভেচ্ছা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত