ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিছিয়ে গেল জংলি

পিছিয়ে গেল জংলি

কথা ছিল কোরবানি ঈদেই মুক্তি পাবে ছবিটি। সেই ঘোষণা দেওয়া হয়েছিল ছবিটির পক্ষ থেকে। প্রকাশ করেছিলেন পোস্টারও। ঈদুল আজহায় সিয়ামণ্ডবুবলীর এই তারকাবহুল ছবিটি মুক্তির প্রায় সবকিছুই চূড়ান্ত ছিল। কিন্তু জুনের প্রথম দিনেই সিদ্ধান্ত বদলে ফেলেছেন ?জংলি সিনেমার পরিচালক এম রাহিম। নির্মাতা জানালেন, ঈদে আসছে না ‘জংলি’! ঈদের বাকি প্রায় দুই সপ্তাহ। এর মধ্যে ছবির কাজ শেষ করা নিয়ে সংশয়ে নির্মাতা। এর জন্য ঘূর্ণিঝড় রেমালকেও কিছুটা দায় দেওয়া যায়। কারণ রেমালের কবলে জংলির শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়। এম রাহিম জানান, টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল জংলির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত