ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাচে গানে উপস্থাপনায় ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

নাচে গানে উপস্থাপনায় ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

ইয়াসমনি লাবণ্য একাধারে একজন নৃত্যশিল্পী, গায়িকা এবং উপস্থাপিকা। একজন নৃত্যশিল্পী হিসেবে ২০১৫ সালে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে (ঢাকা) তিনি তার চাকরি জীবন শুরু করেন। বর্তমানে তিনি সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে কর্মরত। একজন নৃত্যশিল্পী হিসেবে শিল্পকলা আয়োজিত বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাকে নৃত্য পরিবেশন করতে হয়। গেলো নৃত্য দিবস এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তিনি নৃত্য পরিবেশন করেন। যেহেতু সংস্কৃতির তিনটি শাখায় তার বিচরণ তাই শিল্পকলা একাডেমির সবাই তাকে বেশ ভালো করেই চিনেন জানে। লাবণ্য তার কাজের প্রতি শতভাগ দায়িত্বশীল এবং সচেতন বলেই তার ওপর অনায়াসেই তার ঊর্ধ্বতনরা আস্থা রাখেন। গত ৪ জুন শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ’ অনুষ্ঠানে উপস্থাপনা করেন লাবণ্য। আবার গতকালই একই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন লাবণ্য। মূলকথা বেশ ব্যস্ততার মধ্যদিয়েই তার প্রতিনিয়ত সময় কাটে। তবে নাচ ও উপস্থাপনার চেয়ে গানের জন্য তিনি বেশি ভালোবাসা পেয়ে থাকেন। ভীষণ মিষ্টি কণ্ঠের এই গায়িকা আগামীতে নতুন কিছু ভালো ভালো গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছেন। এরই মধ্যে কয়েকটি গানের কাজ শেষ করেছেন লাবণ্য। মিউজিক ভিডিও’র কাজ শেষ হলেই আগামী ঈদে বা তার পরে গানগুলো প্রকাশ পাবে। এরই মধ্যে লাবণ্য জানালেন আগামী ঈদে দেশ টিভি’র সরাসরি গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত