ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউরোপ থেকে ফিরে এসে ব্যস্ত শান্তা জাহান

ইউরোপ থেকে ফিরে এসে ব্যস্ত শান্তা জাহান

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান ইউরোপের চারটি দেশে (সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও স্পেন) চারটি শোতে সফলভাবে উপস্থাপনা শেষে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ হয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি কয়েকটি স্টেজ শোতে উপস্থাপনা করেছেন। আবার আগামী ঈদকে ঘিরে তার এরইমধ্যে ব্যস্ততাও শুরু হয়ে গেছে। আগামী ঈদে চ্যানেল ‘বাংলা ভিশন’-এ একদিন সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। এছাড়া চ্যানেল নাইন ও এসএ টিভির কয়েকটি টক শোর উপস্থাপনা করবেন শান্তা জাহান। মাই টিভির রান্নাবিষয়ক অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন তিনি। বাবা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ঈদের ঠিক আগেই। তবে শান্তা জাহান জানান, ঈদের ব্যস্ততা শেষ হবার পরপরই আগামী ২১ জুন ‘বিশ্ব সঙ্গীত দিবস’ উপলক্ষ্যে আয়োজিত দুবাইতে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শান্তা জাহান। আবার ঠিক এর পরেরদিন অর্থাৎ ২২ জুন ‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন তিনি। এবারের ঈদ যথারীতি ঢাকাতেই করবেন শান্তা। মা ও একমাত্র ছেলেকে সঙ্গে নিয়েই তার ঈদ উদযাপন। শান্তা জাহান বলেন, ‘অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠান’সহ নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেছি আমার দীর্ঘদিনের উপস্থাপনার ক্যারিয়ারে। পেয়েছি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। এটা সত্যিই বলতে হয় আমি যদি অন্য কোনো পেশাতে যেতাম তাহলে মানুষের এই যে ভালোবাসা, আমার কাজকে ঘিরে সম্মান শ্রদ্ধা এটা হয়তো বা পাওয়া হতো না, সেখানকার পরিবেশটা হয়তো অন্যরকম থাকত। কিন্তু উপস্থাপনার কারণে চেনা নেই জানা নেই হাজারো মানুষের নানা ধরনের অনুপ্রেরণামূলক কথা, মানুষের ভালোবাসায় আমি বিস্মিত হই, মাঝে মাঝে অশ্রুসিক্তও হই। এক জীবনে এতো ভালোবাসা পাওয়া হয়ে যেতে পারে তা আমি আমার জীবন দিয়ে উপলদ্ধি করেছি। তাই দর্শকের প্রতি আমারও অসীম ভালোবাসা, শ্রদ্ধা আমার কাজকে সম্মান করার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য। আমি বিশ্বাস করি মানুষ তার নিজ কর্মে সৎ, অধ্যবসায়ী এবং পরিশ্রমী হলে সফলতা আসবেই। আমি বলব না যে, আমি পুরোপুরি সফল, তবে হ্যাঁ আমি আমার অবস্থান নিয়ে, আমার কাজ নিয়ে আমি সন্তুষ্ট। আজীবন মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়েই নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যেতে চাই।’ শান্তা জাহান আগে মাঝেমধ্যে নাটকে অভিনয় করলেও এখন অভিনয়ে আর দেখা মেলে না তার। তবে খুব ভালো গল্প পেলে সিনেমাতে অভিনয়ের আগ্রহ আছে তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত