‘নায়ক রাজ রাজ্জাক’ আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

কলকাতার বর্তমান ভবনের পাশে অবস্থিত স্প্রিং ক্লাবে ‘বিএফটিসিসি’ (বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স) আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নিমার্তা আবুল হায়াত। গত ৮ জুন তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা পেয়ে আবুল হায়াত বলেন, ‘এটা সত্যি আমার জানা ছিল না যে আমাদের নাটক, সিনেমা কলকাতার দর্শক এতো ফলো করেন। আমাদের কাজের ব্যাপারে তারা বেশ উৎসাহী। বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আরো বেশি ভালো লেগেছে আমার দেশের নায়ক রাজের নামে এই আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি। রাজ্জাক ভাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি যে চলচ্চিত্রে আসব তা কোনো দিনও ভাবিনি। এই বাংলার মানুষও আমাকে চেনে, আমি যে কাজটা করি, সেটাও জানে। এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয়।’ ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স’-এর উদ্যোগে ষষ্ঠবর্ষ বিএফটিসিসি চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারস্বরূপ অভিনেতা আবুল হায়াতের হাতে তুলে দেয়া হয় উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া, সনদ এবং নগদ অর্থ। তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ দপ্তরের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। আবুল হায়াতের ৭৫তম জন্মদিনে প্রকাশিত হয়েছিল দেশের নানান অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে ‘সার্থক জনম হে তোমার শিল্পী সুনিপুণ’। তার প্রবল ইচ্ছে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অভিনয়ের উপর ক্লাস নেয়া। কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে তিনি তা ভেবে দেখতে পারেন। আবুল হায়াত বলেন, ‘আমি বর্তমান প্রজন্মের সঙ্গে আমার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আমি মঞ্চে প্রথম ‘টিপু সুলতান’ নাটকে অভিনয় করি। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে আমার প্রথম নাটক শ্রদ্ধেয় আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘারে রোঁ’। টিভিতে আমার প্রথম নাটক ছিল জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’।