ঈদে ‘তিথিডোর’ নিয়ে আসছে মেহজাবীন চৌধুরী

প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি তার ফেসবুকে ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার স্ত্রীর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে রঞ্জিত মল্লিকের স্ত্রী বাংলাদেশের এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শুধুমাত্র মেহজাবীনের অভিনয়ের প্রতি তার এবং তার স্বামী রঞ্জিত মল্লিকের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক যেমন মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করেছেন, অনুরূপভাবে রঞ্জিত মল্লিকও মেহজাবীনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের দু’জনের এমন কথায় ভীষণ অনুপ্রাণিত হয়েছেন এবং মেহজাবীন তার নাটক ভক্ত দর্শকদের জন্য সুখবর দিলেন যে এবারের ঈদে তাকে চ্যানেল আইতে একটি নাটকে অভিনয়ে দেখা যাবে। নাটকের নাম ‘তিথিডোর’। নাটকটি রচনা করেছেন জাহান সুলতানা এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এরই মধ্যে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান মেহজাবীন। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মেহজাবীন বলেন, তিথিডোর নাটকটি মূলত একটি চরিত্রকে ঘিরে। আত্নহত্যার প্রবণতায় ভূগছেন এমন একজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী একটি গল্প। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে তাদের কারণে সমাজে এবং পারিবারের উপর যে প্রভাব পড়ে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখা যায যে আমাদের সমাজে এমন অনেক মেয়েই আছে দেখতে বেশ হাসিখুশি। কিন্তু ভেতরে ভেতরে সে যে কী এক যন্ত্রণায় সময় পার করছে তা বাইরে থেকে কেউউ অনুধাবন করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে এই ধরনের গল্প এই সময়েই বলা উচিত। আমি নাটক এখন খুবই কম করি। কিন্তু তারপরও এই ধরনের গল্প সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই নাটকে অভিনয় করা।