ঈদের দিন চঞ্চল চৌধুরীর ‘পোকা দিয়ে পোকা ধরা’

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

নন্দিত অভিনেতা, গুণী নির্মাতা সালাহ উদ্দিন লাভলু আগামী ঈদে চ্যানেল আইতে ঈদের দিন রাত ৮টায় প্রচারের জন্য গত ১৩ ও ১৪ জুন দুই দিনব্যাপী রাজধানীর অদূরে পূবাইলের বাদশার বাড়িতে নির্মাণ করেছেন খণ্ড নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’ নামের একটি নাটক। এটি রচনা করেছেন মেধাবী নাট্যরচয়িতা মাসুম রেজা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী (দুই বছর পর তিনি অভিনয়ে ফিরেছেন), ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, এই প্রজন্মের প্রিয় মুখ নাঈমা আলম মাহাসহ আরো কয়েকজন। নাটকটির মূল ম্যাসেজ প্রসঙ্গে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘ যদি কেউ সুজনশীল বুদ্ধি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে তাহলে সে জীবনে সফল হবে।’ সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘ অনেকদিন পর আমার বন্ধু খুবই মজার একটি নাটক লিখেছে এবং সব অভিজ্ঞ শিল্পীরা এই নাটকে অভিনয় করেছেন। দর্শকের কথা মাথায় রেখেই নাটকটি যথারীতি বরাবরের মতোই যত্ন নিয়ে নির্মাণ করা। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ চঞ্চল চৌধুরী বলেন, শুটিংয়ের দ্বিতীয় দিনে শুটিং সেটে শ্রদ্ধেয় মাসুম রেজা ভাই উপস্থিত হয়েছিলেন। এই টিমে দীর্ঘদিন পর কাজ করেছি আমরা।