ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চোখে টিউমার তাসরিফের বললেন দুশ্চিন্তা না করতে

চোখে টিউমার তাসরিফের বললেন দুশ্চিন্তা না করতে

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। তার নিজের ব্যান্ড ‘কুড়েঘর’ দিয়ে এরই মধ্যে ভক্তদের মন জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক কাজ করেও সবসময় আলোচনায় থাকেন এই শিল্পী। গেল শুক্রবার জনপ্রিয় এই তারকা শোনান দুঃখের সংবাদ। একটি জটিল অসুখের শিকার হয়েছেন এই শিল্পী। টিউমার ধরা পড়েছে তার চোখে! খবরটি প্রকাশ করতেই দুশ্চিন্তা শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মনে। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে এক পোস্টে তার এই অসুস্থতার কথা জানান তাসরিফ। ওই পোস্টে তিনি লিখেন- ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’ তাসরিফের ওই পোস্টে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা; একই সঙ্গে তার সুস্থতা কামনা করেন। তবে তাসরিফের মন্তব্য, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ। প্রসঙ্গত, নানা কারণেই আলোচিত তাসরিফ খান। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে থাকার পাশাপাশি অন্য কেউ ভালো কাজ করলেও তার প্রতিদান দিতে ভোলেন না এই শিল্পী। ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ, যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত