ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেরদৌসের আয়োজনে আজ রবীন্দ্র সরোবরে ‘উচ্ছ্বাসে উৎসবে’

ফেরদৌসের আয়োজনে আজ রবীন্দ্র সরোবরে ‘উচ্ছ্বাসে উৎসবে’

অভিনয়কে ভালোবেসে আজীবন অভিনয়ই করে গেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস আহমেদ। তবে অভিনয়ের পাশাপাশি তিনি আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে মগ্ন থেকেও সময় দিয়েছেন দলের জন্য। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভালোবেসে ঢাকা-১০ আসনের দায়িত্ব দিয়েছেন তারই হাতে। একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার পর ফেরদৌসও ঢাকা-১০ এর জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবার ফেরদৌসের আয়োজনে আজ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘উচ্ছ্বাসে উৎসবে’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষ্যে ‘উচ্ছ্বাসে উৎসবে’র আয়োজন করেছেন ফেরদৌস। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি। পুরো আয়োজনটি ফেরদৌস আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফেরদৌস আহমেদ জানান, অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ৭টায় শুভাগত নৃত্য পরিবেশন করবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের দলের। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য প্রদান। এরপর ৭.৩০ মিনিটে আবৃত্তি পরিবেশন করবেন তানভীন সুইটি, বিজরী বরকত উল্যাহ, দীপা খন্দকার, হৃদি হক, নাদিয়া আহমেদ, শামীমা তুষ্টি। রাত আটটায় সঙ্গীত পরিবেশন করবেন নন্দিত গায়িকা আঁখি আলমগীর। রাত নয়টায় নৃত্য পরিবেশন করবেন আশনা হাবিব ভাবনা। রাত ৯.৩০ মিনিটে সঙ্গীত পরিবেশন করবেন সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। ফেরদৌস আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে, তিনি আমাকে ঢাকা-১০ আসনের দায়িত্ব দিয়েছেন যেন ঢাকা ১০কে দশে পরিণত করতে পারি। সেই লক্ষ্যে আমি দিনরাত বিরামহীনভাবে শ্রম দিয়ে যাচ্ছি। আর আজকের যে আয়োজন তা আমার নির্বাচিত এলাকাতেই আয়োজন। স্বাভাবিকভাবে আমার উপরই দায়িত্ব যেন বিশেষ এই আয়োজন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাইকে আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সময় দেয়ায় জন্য। ধন্যবাদ মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীকেও। ধন্যবাদ আমার শিল্পী ভাই-বোনদের আজকের দিনটিতে বিশেষভাবে সময় দেবার জন্য। সবার আন্তরিক সহযোগিতায় আজকের উচ্ছ্বাসে উৎসবে সফল হবে, স্মরণীয় হয়ে উঠবে- এমনটাই প্রত্যাশা আমার।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত