ছোটপর্দার গুণী ও মেধাবী নাট্য নির্মাতা মুসাফির রনি পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’ আজ থেকে প্রচার শুরু হতে যাচ্ছে। পাপ্পুরাজ রচিত এই ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, শহীদুজ্জামান সেলিম, মুনিরা আক্তার মিঠু, শেলী আহসান, শ্যামল মাওলা, সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, মাসুম বাশার, আফজাল সুজন, মায়মুনা মমসহ আরো অনেকে। এর আগেও মুসাফির রনি বেশ কয়েকটি ধারাবাহিক নাটক ও খণ্ড নাটক নির্মাণ করেছেন। ‘জোনাকির আলো’ তার ভীষণ যত্নে নির্মাণ করা একটি নাটক। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, পরিচালক আবুল হায়াত বলেন, ‘আমার কাছে যথন স্ক্রিপ্ট আসে, নাটকের গল্পটা পড়ে ভীষণ ভালোলেগে যায়। আর গল্প ভালো না লাগলে তো কাজ করতাম না। মুসাফির ভীষণ যত্নশীল একজন নির্মাতা। বেশ ধীরে ধীরে যত্ন নিয়ে কাজ করে। যে কারণে আমার কাছে মনে হয়েছে সবমিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আমার কাছে মনে হয় গল্প এবং সব শিল্পীদের মন দিয়ে করা প্রতিটি চরিত্র দর্শকের ভালোলাগবে। মুসাফির রনির জন্য অনেক অনেক শুভ কামনা।’ গুণী অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি বলেন, ‘আমার কাছে বেশ ভালোলাগার বিষয় হলো দীর্ঘদিন পর কোনো ধারাবাহিকে হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। মুসাফির রনির বড় বিষয় হলো সে একজন গুণী। মুনিরা আক্তার মিঠু বলেন, ‘মুসাফির রনি নির্দেশিত নতুন ধারাবাহিক নাটক জোনাকীর আলো খুব ভালো হয়েছে। সচরাচর গল্প নয়, একদম ব্যতিক্রম একটি গল্প। চরিত্রানুযায়ী পোশাক আষাকও বেশ ভালো ছিলো সবার। বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি কাজটি করে। আশা করছি দর্শকের ভালোলাগবে নতুন এই ধারাবাহিকটি।’ মুসাফির রনি জানান, আজ থেকে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯.৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এই ধারাবাহিকের নির্বাহী প্রযোজক জহির করিম। মুসাফির রনি বলেন, ‘এই ধারাবাহিকে যতজন শিল্পী অভিনয় করেছেন প্রত্যেক শিল্পীই তাদের চরিত্রের প্রতি ভীষণ ডেডিকেটেড থেকে অভিনয় করেছেন। বিশেষত আমি কৃতজ্ঞ আবুল হায়াত স্যার, জলি আপা, সেলিম ভাই, মিঠু আপাসহ আরো যারা আছেন প্রত্যেকের প্রতি। তাদের কারণেই জোনাকীর আলো দর্শকের মধ্যে আলো ছড়াবে, ভালোলাগার একটি নাটকে পরিণত হবে ইনশাআল্লাহ।’