ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন শাহনূরের

চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন শাহনূরের

বাংলাদেশের সিনেমায় একজন একক নায়িকা হিসেবেই সিনেমাতে অভিনয় করে চিত্রনায়িকা শাহনূরের পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে আরো বেশ কয়েকটি সিনেমায় একক নায়িকা হিসেবে অভিনয় করে তিনি প্রশংসিত হন। সময়ের প্রয়োজনের গল্পের প্রতি মনোযোগী হওয়ার কারণে পরবর্তীতে ভার্সেটাইল চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। বহু দর্শকপ্রিয় সিনেমাতে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এখনো গ্রামেগঞ্জে শুটিংয়ে গেলে শাহনূরকে ঘিরে দর্শক তাদের ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটান। শাহনূরও আবেগাপ্লুত হন তাদের ভালোবাসা দেখে। আর রাজধানী শহরের নানান স্থানে বিশেষ কাজে বের হলে তখনো অনেক দর্শক শাহনূরের সঙ্গে আগ্রহ নিয়ে কথা বলেন, তার নতুন নতুন খবর জানতে চান। এরই মধ্যে শাহনূর শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটিও হলে গিয়ে উপভোগ করেছেন। শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় শাহনূর সহশিল্পী হিসেবে কাজ করেছেন। তার ভাষ্যমতে সহশিল্পী হিসেবে তিনি শাকিব খানকে নিয়ে গর্বিত এ কারণেই যে আজ শাকিব তার চেষ্টায় আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন। ‘তুফান’ সিনেমায় শাকিব খানের অভিনয় এবং ফ্যাশনে মুগ্ধ হয়েছেন শাহনূর। নির্মাতা রায়হান রাফি’র চমৎকার নির্দেশনারও প্রশংসা করেন তিনি। শাহনূর এর আগে নিজের প্রযোজনা সংস্থা থেকে নাটক, তথ্যচিত্র নির্মাণ করেছেন। তবে এখনকার স্বপ্নটা অনেক বড়। এবার তিনি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছেন। যদিও বা বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার এবং একজন ভালো প্রযোজকের প্রয়োজন। শাহনূর বলেন, ‘একজন নায়িকা বা অভিনেত্রী হিসেবে আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। অভিনয়ে অভিজ্ঞতাতো আছেই আমার। আবার প্রধান সহকারী পরিচালক হিসেবেও কিন্তু আমি কাজ করেছি। সর্বশেষ ছটকু আহমেদ স্যারের আহারে জীবন’ সিনেমায় তার সহকারী হিসেবে আমি কাজ করেছি। আবার এই সিনেমায় অভিনয়ও করেছি। তাই নির্মাণে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকেই শুধু নয় যখন সিনেমা নির্মাণে পুরোপুরি আসব, তখন নিজেকে আরো একটু প্রস্তুত করেই আমি নির্মাণে আসব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত