ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’

অবলম্বনে নির্মিত ফটোস্টোরির প্রকাশ

অবলম্বনে নির্মিত ফটোস্টোরির প্রকাশ

কিছুদিন আগেই ওপার বাংলার অভিনেতা পরমব্রত ঢাকায় এসেছিলেন। এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত হলো একটি ফটোস্টোরির কাজে। গবেষণাধর্মী এই নির্মাণশৈলীর মূল চরিত্রে তিনিই অভিনয় করেছেন, তার বিপরীতে বাংলাদেশ থেকে রয়েছেন ডা: শ্রেয়া সেন। পাশাপাশি এই ফটোস্টোরির সঙ্গে আরো রয়েছেন বাংলাদেশের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত দত্ত। এই ফটোস্টোরি প্রকল্প প্রধান ও আলোকচিত্রী হিসেবে আছেন স্থপতি ফওজিয়া জাহান। বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলতে নির্মিত এই ফটোস্টোরিতে বেশ কিছু স্থিরচিত্রের মাধ্যমে সমগ্র উপন্যাসটি তুলে ধরা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি চিত্রপ্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে নির্মাণশৈলিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরমা দত্ত, এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপ-কমিটির সদস্য ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা: আশীষ কুমার চক্রবর্তী। বক্তারা বলেন যে তরুণদের শুধু সোশ্যাল মিডিয়ায় মনোনিবেশ না করে পাশাপাশি এরকম সাংস্কৃতিক রুচিশীল কাজেও যুক্ত হওয়া উচিত। এধরনের কাজের মাধ্যমে মৌলিক জ্ঞান আহরণ এবং সাহিত্য সংস্কৃতির মূলধারার সঙ্গে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, দুই বাংলার নন্দিত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এই কাজ নিয়ে পরমবব্রত বলেন, ‘আজ পর্যন্ত অনেক ধরনের আর্ট ফর্ম নিয়েই কাজ করা হয়েছে, তবে স্থিরচিত্র নিয়ে এমন নান্দনিক কাজ এই প্রথম। আশা করি সবার কাছে এটা ভালো লাগবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত