এই সময়ে দেশের বিভিন্ন চ্যানেলে যে কয়কটি ধারাবাহিক নাটক নিয়মিত প্রচার হচ্ছে, তারমধ্যে গল্প এবং শিল্পীদের অনবদ্য অভিনয়ের কারণে সবচেয়ে বেশি আলোচনাপয় রয়েছে গুণী নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বকুলপুর সিজন টু’। এই ধারাবাহিকটির এরইমধ্যে সাত শত পর্ব প্রচার শেষ হয়েছে। আহমেদ শাহাবুদ্দিন রচিত এই ধারাবাহিকটি বাংলাদেশের আনাচে-কানাচের দর্শক নিয়মিত উপভোগ করেন শুধু গল্পের কারণেই। নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাদিয়া বলেন, ‘কায়সার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। একজন পরিচালক হিসেবে তিনি যেমন ভীষণ গুণী, দক্ষ একজন মানুষ হিসেবেও তিনি ভীষণ ভালো মনের মানুষ। শিল্পীদের কাছ থেকে কীভাবে অভিনয় আদায় করে নিতে হয় তা তিনি বেশ ভালোভাবেই জানেন। এছাড়া শিল্পীদের তিনি যথেষ্ট সম্মানও করেন। কখনো কখনো তিনি ভালো কাজ আদায় করার জন্য একজন বন্ধুর মতো হয়ে উঠেন। বকুলপুর সিজন টুতে আমি শুরু থেকেই ছিলাম। গল্পের অনেক পরিবর্তন হলেও আমি আমার চরিত্রের মধ্যদিয়ে দর্শকের মনে এখনো ভালোলাগা সৃষ্টি করে যেতে পারছি।’ সুষমা সরকার বলেন, ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এই নাটকে অভিনয়ের জন্য আমি দারুণ সাড়া পাচ্ছি। কায়সার ভাই অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেন। শুটিং-এ আমরা একটি পারিবারিক আবহের মধ্যেই কাজ করার চেষ্টা করি।’