ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদেশে তুফান মুক্তি : রেকর্ডের ধারে-কাছেও নেই

বিদেশে তুফান মুক্তি : রেকর্ডের ধারে-কাছেও নেই

দেশের বাইরে গত শুক্রবার ১৫ দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমা। ছবির নির্মাতা, প্রযোজনা সংস্থা ও বিদেশে পরিবেশক সংস্থা থেকে রেকর্ডের কথা বললেও প্রকৃতপক্ষে কোনো রেকর্ডের ধারেকাছেও নেই ছবিটি। কারণ, বাংলাদেশের কোনো সিনেমার বিদেশের একশো সিনেমা হলে মুক্তিও এখন আর বিরাট আলোচিত কোনো ঘটনা নয়। আর রেকর্ডের কথা যদি বলা হয়, তাহলে এখন পর্যন্ত বাংলাদেশি কোনো সিনেমা হিসেবে ‘হাওয়া’ দেশের বাইরে ২০টিরও বেশি দেশে চলেছে। এই সিনেমাটি আয় করেছে- ৪ লাখ ৫০ হাজার ডলারের বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু কানাডা ও আমেরিকায় মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ৮৬টি সিনেমা হলে। আবার বিদেশে বাংলাদেশি সিনেমা মুক্তির সময় থিয়েটার সংখ্যা ১৫০টি স্পর্শ করেছে। এই রেকর্ড করা সিনেমা দুটি হলো ‘মিশন এক্সট্রিম’ ও ‘অন্তর্জাল’। অথচ শাকিব খান অভিনীত সাম্প্রতিক সিনেমাগুলোর মুক্তির সময় তুলনা করে দেখা যাচ্ছে তুফান বিদেশে সবচেয়ে কম সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত