ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রাপ্তিটুকুই যত্নে থাকুক জীবনজুড়ে

ইয়াসমিন লাবণ্য
প্রাপ্তিটুকুই যত্নে থাকুক জীবনজুড়ে

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। তার সবচেয়ে প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। ছোটবেলা থেকেই তার গান শুনে এবং তার গান শিখে শিখে লাবণ্যর বড় হয়ে উঠা। কিন্তু কখনো কোথাও লাবণ্যর সুযোগ হয়নি রুনা লায়লার সঙ্গে দেখা করার। কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকীরতে লাবণ্যর জীবনে সেই মাহেন্দ্রক্ষণ আসে। রুনা লায়লার সঙ্গে দেখা করার সুযোগটি তিনি হাতছাড়া করতে চাননি। অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় লাবণ্য’র। রুনা লায়লাকে সালাম করে তিনি তার পরিচয় দিয়ে কথা বলেন। রুনা লায়লাও তার সঙ্গে হাসিমুখে কথা বলেন। লাবণ্য রুনা লায়লাকে তার ভালোলাগার কথা, তার প্রতি শ্রদ্ধাবোধের কথা প্রকাশ করেন। যেন সেই মুহূর্তটিই ছিলো লাবণ্য’র জীবনে এক অবিস্মরণীয় সময়। কারণ ছোটবেলা থেকে যে শিল্পী তার সবচেয়ে প্রিয়, ছোটবেলা থেকে যার গান শুনে শুনে শিখে শিখে বড় হয়েছেন। সেই মহান শিল্পী যখন সামনে আসে, সেই মুহূর্তটিই আসলে কেমন হয় তা শুধু যার কাছে প্রিয় রুনা লায়লা তিনিই শুধু তা বলতে পারেন। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘আমার কাছেই সেই মুহূর্তটি জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে। এই যে শ্রদ্ধেয় রুনা ম্যামকে কাছে থেকে দেখলাম, তার পা ছুঁয়ে সালাম করলাম, কিছুটা সময় তার সঙ্গে কথা বললাম, সেই সময়টা আমার কাছে এখনো মনে হয় স্বপ্নের মতো। বারবারই মনে হয় হয়তো তাকে স্বপ্ন দেখেছিলাম। তিনি আমার দিকে মিষ্টি হেসে তাকিয়ে ছিলেন, আমার নাম জিজ্ঞেস করেছিলেন-এতোটুকুই তো অনেক কিছূ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না যে আমার কতোটা ভালো লেগেছিল। এই যে প্রাপ্তি, এই যে ম্যামকে কাছে থেকে দেখা, কথা বলা, ছবি তোলা- এই প্রাপ্তিটুকুই জীবনজুড়ে আছে, থাকুক জীবনজুড়ে শ্রদ্ধার সঙ্গে। দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুন, আরো বহুবছর আমাদের মাঝে রাখুন।’ এদিকে ইয়াসমিন লাবণ্য নিয়মিত তার গান, উপস্থাপনা নিয়ে ব্যস্ত। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি গান গেয়েছেন। ঈদে তিনি দেশ টিভির সরাসরি অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। সামনে তার কিছু নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত