ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রুনা লায়লাকে ঘিরে

গানে গানে মুগ্ধতা ছড়ালেন তারা

গানে গানে মুগ্ধতা ছড়ালেন তারা

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে গত ৩ জুলাই উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে ভিন্ন ধরনের আয়োজন সম্পর্কে এমনই বলছিলেন রুনা লায়লা। মূলত রুনা লায়লার সংগীত জীবনের ৬০ বছর পূর্তিতে একটু ব্যতিক্রম ঘরানার আয়োজন করে এনটিভি। রুনা লায়লার পর্বটির উপস্থাপনা করেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রুনা লায়লাকে ঘিরে পর্বটিতে সংগীত পেিবশন করেন আঁখি আলমগীর, লুইপা, সাব্বির, ঝিলিক, কোনাল, অপু আমান। আঁখি আলমগীর রুনা লায়লার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান একসঙ্গে পরিবেশন করেন। লুইপা পরিবেশন করেন রুনা লায়লার সুর করা লুইপারই মৌলিক গান ‘এই দেখা শেষ দেখা’, যে গানটি লিখেছিলেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। লুইপা বলেন, ‘এই নিয়ে শ্রদ্ধেয় রুনা ম্যাডামের সামনে তারই সুর করা গান আমার দ্বিতীয়বার গাইবার সুযোগ হলো। এক জীবনে তার সুর করা গান গাওয়া যেমন রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির চেয়েও বড় কিছু ঠিক, তেমনি তার সামনে গান গাইতে পারটাও অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ রুনা ম্যাডাম ও এনটিভির প্রতি।’ ফেরদৌস বলেন, ‘এই আয়োজনটা একটু ভিন্ন ধরনের ছিল। সবচেয়ে বড় কথা আমাদের সবার শ্রদ্ধার ব্যক্তিত্ব রুনা আপাকে নিয়েই এই আয়োজন ছিল। যে কারণে আমি উপস্থাপনা করতে সম্মতি দেই। আমার কাছে ভীষণ ভালোলেগেছে এই আয়োজনটি। রুনা আপাকে ধন্যবাদ এমন আয়োজনের অংশ হিসেবে আমাকেও রাখার জন্য। শিল্পীরা প্রত্যেকেই খুব ভালো গেয়েছেন।’ অনুষ্ঠানে কোনাল গেয়েছেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, কোনাল ও সাব্বির গেয়েছেন ‘প্রেমের আগুনে’, সাব্বির গেয়েছেন ‘গানেই খাতায় স্বরলিপি লিখে’, অপু আমান গেয়েছেন রুনা লায়লার সুর করা ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ ও ঝিলিক গেয়েছেন রুনা লায়লার সুর করা ও গাওয়া ‘ফেরাতে পারিনি আর’ গানটি। সাব্বির বলেন, ‘আমার গান শুনে রুনা ম্যাডাম তার ভালোলাগার কথা যেভাবে প্রকাশ করেছেন, তাতে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত। আর হয়তো আগামীতে শিগগিরই আমি রুনা ম্যাডামের সঙ্গে একটি দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়তো পেতে যাচ্ছি। সেটা সময় হলেই সবাই জানবেন।’ ঝিলিক বলেন, ‘সেরাকন্ঠ’তে চ্যাম্পিয়ন হবার পর বিজয়ের মুকুট শ্রদ্ধেয় রুনা ম্যাডাম মাথায় পড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে ছিলেন সাবিনা ম্যাডামও। সেই স্মৃতি এখনো উজ্জ্বল। সেই মহান শিল্পীর সামনে তারই সুর করা ও গাওয়া গান গাইতে পারাটাই জীবনের অনেক বড় প্রাপ্তি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত