গত বছরই সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী কুসুম শিকদার। ছবির নামও ‘শরতের জবা’ ঠিক করেছিলেন তখনই। এমনিতে গত কয়েক বছর ধরেই নিয়মিত অভিনয়ে দেখা যায়নি কুসুমকে। সিনেমার ঘোষণার পর থেকে পুরোপুরি মনোযোগ তিনি দিয়েছেন তাতেই। এরই মধ্যে সিনেমাটির নির্মাণকাজ শেষ করেছেন কুসুম। শুধু তাই নয়, এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু করবেন তিনি। কুসুম সিনেমার পুরো শুটিং করেছেন নড়াইল জেলায়। এ প্রসঙ্গে কুসুম শিকাদর বলেন, আমার সিনেমা তৈরি। সব ঠিক থাকলে চলতি মাসের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দিতে চাই।
গত বছরই সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী কুসুম শিকদার। ছবির নামও ‘শরতের জবা’ ঠিক করেছিলেন তখনই। এমনিতে গত কয়েক বছর ধরেই নিয়মিত অভিনয়ে দেখা যায়নি কুসুমকে। সিনেমার ঘোষণার পর থেকে পুরোপুরি মনোযোগ তিনি দিয়েছেন তাতেই। এরই মধ্যে সিনেমাটির নির্মাণকাজ শেষ করেছেন কুসুম। শুধু তাই নয়, এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু করবেন তিনি। কুসুম সিনেমার পুরো শুটিং করেছেন নড়াইল জেলায়। এ প্রসঙ্গে কুসুম শিকাদর বলেন, আমার সিনেমা তৈরি। সব ঠিক থাকলে চলতি মাসের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দিতে চাই।
কুসুম আরো বলেন, সিনেমা হলের জন্য আলাদা করে প্রস্তুতি নিচ্ছি। একটা সময় নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করতেন কুসুম। তবে কয়েক বছর আগে এসব থেকে নিজেকে সরিয়ে নেন। মাঝ খানে কিছুদিন নিজের কবিতা ও গানের মিউজিক ভিডিওতে মডেল হলেও অভিনয়ে আর ফেরা হয়নি। পরে তিনি পরিচালক ও অভিনেত্রী হিসেবে সামনে আসার পরিকল্পনা করেন। কুসুম বলেন, সিনেমার সবকিছুর সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজটি করেছি। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সব নিজে থেকে করেছি। কাজগুলো যেমন আনন্দের আবার কষ্টেরও। তিনি বলেন, নির্মাতা হওয়া সহজ ব্যাপার নয়। আর আমার তো শুরু। অনেককিছু শিখছি। তবে উপভোগও করছি। এ ছবিতে কুসুম শিকদারের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা। ছবিতে আরো অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।