সালমান শাহকে নিয়ে স্মৃতিকাতর জয়
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
মৃত্যুর পর কেটে গেছে প্রায় ২৮ বছর। তবুও এখনও টিভি পর্দায় সালমান শাহ অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক দেখেন আগ্রহ নিয়ে। আফসোসের সুরে বলেন, ইশ্, আরো কয়েক বছর যদি বেশি বাঁচতেন, কতই না ভালো হতো! সাধারণ মানুষের মতো তার সহশিল্পী-নিকটজনরাও অকাল প্রয়াত এই চিত্রনায়ককে মিস করেন। সহসাই হয়ে পড়েন স্মৃতিকাতরও। সম্প্রতি ঘটেছে তেমনই এক ঘটনা। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় সালমান শাহর সঙ্গে তার ৩০ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ওই দিনটির কথা মনে আছে। শ্যামলীর একটি বাড়িতে মামা গাজী মাজহারুল আনোয়ারের ‘স্নেহ’ ছবির শুটিং চলছে। শুটিং দেখতে গিয়ে এক বিকেলে ফটোগ্রাফার পিন্টু মামার ক্যামেরায় এই ছবিটি তোলা হলো। কত ছবি পৃথিবীতে তুলেছি। কত ছবি কতজন তোলে। কিছু কিছু ছবি হয়ে যায় অমর। তিনি আরো লিখেছেন, ওই সময় আমার বয়স আমার স্বপ্ন আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাব না। ৩০ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এইতো সেই দিন। আগামী ৩০ বছর বাঁচার সম্ভাবনা খুবই কম। গত ৩০ বছর চোখের পলকে চলে গেল। তাহলে বাকিটা? ‘ভেজা চোখ’ ছবির গানটি মনে পড়ছে। ‘জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও। যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও। পাবে না সময় আর হয়তো।’ প্রসঙ্গত, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে। এতে সালমান শাহর বিপরীতে ছিলেন মৌসুমী। এ ছাড়া আরো অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, হুমায়ুন ফরীদি প্রমুখ।