কণার গানে মুগ্ধ রুনা লায়লা
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা, এই সময়ে সিনেমার গানের ক্রেজ দিলশাদ নাহার কণা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ গান গেয়ে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও এই গান শ্রোতা দর্শকের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নতুন করে এই গানের মধ্যদিয়ে কণা এতটাই আলোচনায় এসেছেন যে, এই গান পরবর্তী তার ব্যস্ততা আরো বহুগুণে বেড়ে গেছে। যদিও বা কণা সবসময়ই সিনেমার গান, আধুনিক গান, জিঙ্গেল এবং স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকেন। কিন্তু ‘দুষ্টু কোকিল’ সুপার ডুপার হিট হবার পর যেন ব্যস্ততা আরো বেড়ে গেছে। এই গানের প্রশংসায় ভাসছিলেন তিনি। কিন্তু এবার যা হলো, সবকিছুকে ছাপিয়ে গেলো। কারণ এবার বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব গায়িকা, সুরস্রষ্টা রুনা লায়লা নিজে কণার এই দুষ্টু কোকিল’ গানের ভূয়সী প্রশংসা করেছেন। গত সোমবার রাতে ফেসবুকে ‘তুফান’ সিনেমা, সিনেমার দুই গান প্রসঙ্গে রুনা লায়লায় তার ফেসবুকের দুটি আইডিতে লিখেছেন, ‘কয়েকদিন আগে তুফান দেখলাম। ভীষণ উপভোগ করেছি। সিনেমাটির নির্মাণশৈলী ভালো ছিল এবং শাকিব খান যথারীতি খুব ভালো করেছে। দুটি গান সত্যিই খুব সুন্দরভাবে রচিত, গাওয়া এবং সুর করা হয়েছে। আমি দুটি গানই পছন্দ করেছি। তবে আমার ব্যক্তিগত পছন্দ হলো ‘দুষ্টু কোকিল ডাকে কু কু কু কু’। মনকাড়া সুর এবং কণা খুব সুন্দর গেয়েছে। পরবর্তী প্রজেক্টের জন্য শুভকামনা।’ এই স্ট্যাটাস দেখে বিস্মিত, অভিভূত, মুগ্ধ কণা। তিনি তখণ একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করছিলেন। কী রিপ্লাই দিবেন বুঝে উঠতে পারছিলেন না। কণা বলেন, ‘ আমার সারা জীবনের সঙ্গীত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের আমার গান দুষ্টু কোকিল নিয়ে তার ভালোলাগার কথা তাঁরই ফেসবুকে লেখা। আমার বিশ্বাসই হচ্ছিলো না। তিনি যে কতো বড় মনের, কতো মহান একজন শিল্পী তা আবারো প্রমাণ পেলাম আমরা। আল্লাহ তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন।’ এদিকে একই দিনে কণার স্বামী গোলাম মো. ইফতেখার গহীন কণার এই সাফল্যকে নিয়ে কণার সংগ্রামী জীবন, গানে তার অধ্যবসায়, শ্রম এবং তার বিনয় নিয়ে ভীষণ প্রশংসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা তার জন্য ছিলো অনেক অনুপ্রেরণার। একই দিনে রুনা লায়লা এবং স্বামীর কাছ থেকে অনুপ্রেরণা মূলক ফেসবুক স্ট্যাটাস পাওয়ায় ১৫ জুলাই দিনটিকে সঙ্গীত জীবনের বিশেষ দিন হিসেবেই বিবেচনা করবেন সারা জীবন, এমনটাই বললেন কণা।