ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নাদিয়া আছেন, মৌ নেই

নাদিয়া আছেন, মৌ নেই

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘদিনের অভিনয়ের ক্যারিয়ারে তিনি কখনো অভিনয় থেকে বিরতি নেননি। এমন কী ব্যক্তি জীবনে কখনো ঝামেলার মুখোমুখি হলেও তিনি অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। নাদিয়া আহমেদ অভিনীত এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’। দীপ্ত টিভিতে প্রচার চলতি প্রতিদিনের এই ধারাবাহিক নাটকে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে নাটকটির ৭৬০তম পর্ব প্রচারিত হয়েছে। এই নাটকের শুরু থেকেই নিয়মিত অভিনয় করছিলেন তাহমিনা সুলতানা মৌ। কিন্তু কয়েক শত পর্ব প্রচারের পর তিনি এই ধারাবাহিকে অভিনয় করা থেকে নিজেকে সরিয়ে নেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, নাটকে তার চরিত্রের গুরুত্ব দিনদিন কমে যাচ্ছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘কায়সার ভাই অত্যন্ত গুণী একজন পরিচালক। তার পরিচালিত বহু ধারাবাহিক নাটকে আমি অভিনয় করেছি। আমার ভীষণ ভালোলাগে তার নির্দেশনা। তিনি ভীষণ যত্ন নিয়ে প্রত্যেক শিল্পীর প্রতি সর্বোচ্চ মনোযোগী থেকে কাজ করেন। বকুলপুরে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এখনো বেশ ভালোলাগা নিয়েই এই ধারাবাহিকে কাজ করছি। এরইমধ্যে ধারাবাহিকটির ৭৬০তম পর্ব প্রচার শেষ হলো। হয়তো ১০০০ পর্ব পর্যন্ত ধারাবাহিকটির প্রচার হবে। নাটকে আমার অভিনীত চরিত্রের জন্য বেশ সাড়া পাচ্ছি।’ তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘আমি এই নাটকে অভিনয় করা থেকে নিজেই সরে এসেছি। আমার কাছে মনে হচ্ছিল দিন দিন যেভাবে আমার চরিত্রের গুরুত্ব নাটকে কমে যাচ্ছিল, তাতে আমারই সরে আসা উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত