প্রথমবার ওয়েব সিরিজে তটিনী

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছোট পর্দার কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন নাটকের এই আলোচিত মুখ। এরইমধ্যে একটি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। আগেও ওটিটিতে কাজ করেছেন তটিনী। তবে সেটি ছিল একটি অ্যানথোলজি সিনেমার একটি পর্বে। চরকির অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’ পর্বে দেখা গিয়েছিল তাকে। তটিনী জানালেন, এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করবেন সানী সানোয়ার। নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত। প্রায় দুই বছর পর ওয়েবে কাজ করা প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমার কাছে মনে হয়, যে কোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। আমি ‘কল্পনা’ দিয়ে ওটিটিতে শুরু করেছিলাম। এর মধ্যে অনেক কাজেরই প্রস্তাব পেয়েছি, করিনি। ওয়েব সিরিজ বা ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। যে কারণে এত দিন ওয়েবে কাজ করিনি। ওয়েবে কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই রাজি হয়েছি। ওয়েবে প্রথম কাজ দিয়ে প্রশংসা পেয়েছিলেন তটিনী। অভিনেত্রী মনে করেন, কাজটি আলোচিত হওয়ায় তার ক্যারিয়ারও গতি পেয়েছে। তার ভাষ্যে, এই ‘মুহূর্তে’র ‘কল্পনা’ কাজটি প্রশংসিত হয়েছিল। প্রচার হওয়ার পর দর্শকরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসায় আজ আমি এত দূর আসতে পেরেছি। ভালো কাজে সুযোগ পেয়েছি আমি। পরিচালকরা আমাকে নিয়ে ভেবেছেন, একসঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছেন। ওয়েবে শুরুটা ভালো ছিল বলেই পরবর্তী সময় এগিয়ে যেতে সুবিধা হয়েছে। নতুন সিরিজের চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা করতে চাইলেন না তটিনী। শুধু বললেন, নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত। সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে এখনই বলতে চাননি তিনি। পরিচালক নিজেই গল্প ও সিরিজের বাকি শিল্পী কলাকুশলীসহ বিস্তারিত জানাবেন, জানালেন তটিনী।