মুক্তি পেয়েই রেকর্ডের পথে ‘ডেডপুল থ্রি’

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

চলতি বছরে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমাগুলোর একটি ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। গত ২৬ জুলাই সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। এখন সিরিজের সবচেয়ে দীর্ঘ সিনেমা এটি। যার সময় দৈর্ঘ্য ২ ঘণ্টা ৭ মিনিট। মুক্তির পরদিনই সিনেমাটির রিভিউ চলে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। একইসঙ্গে তথ্য পাওয়া যায়, মুক্তির সঙ্গেই কতটা বাজিমাৎ করতে যাচ্ছে হলিউডের বহুল প্রত্যাশিত এই ছবিটি। অধিকাংশ দর্শক-সমালোচকরা জানিয়েছেন, পুরো ছবিতে নাকি দৃষ্টি সরানোই কঠিন। জানা গেছে, জাপানসহ আরো কিছু দেশে ছবিটি গত বুধবার মুক্তি পায়। সেখানে দর্শক প্রতিক্রিয়া এতটাই ভালো এসেছে যে, পরদিন শুক্রবার প্রভাব পড়ে উত্তর আমেরিকায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র খবর অনুযায়ী, শুধু মুক্তির দিনেই স্থানীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার। ৯