হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটনকে খুন করা হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় তাকে হত্যা করা হয়। থাই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে তার স্বামী। ব্যাংকক পোস্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ বছর বয়সি এই মডেলকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে আসেন। তিনজন মিলে ক্রিটনকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ তার স্বামীর অসংলগ্ন আচরণ লক্ষ্য করেছেন। পুলিশকে তিনি বলেছেন, ক্রিটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন, আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে। পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে তিনি এ নাটক সাজিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। ক্রিটন ২০১৮ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি।