ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আলোচনায় সামান্তা

আলোচনায় সামান্তা

সামান্তা, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। চেষ্টা করছেন ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রিয় একজন হয়ে উঠতে। অভিনেত্রী হিসেবে মিডিয়ায় তার পথচলা খুউব বেশি দিনের না হলেও, নাট্যাঙ্গনে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন। নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তবে একদম শুরুর দিকের চেয়ে এই সময়ে সামান্তা গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন। তাই চলতি বছরের কাজগুলোতে সামান্তা বিগত সময়ের চেয়ে আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যতোগুলো নাটকে তিনি অভিনয় করেছেন, তারমধ্যে তার নিজের বেশি ভালোলাগার নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। নাটকগুলো হলো ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’, ‘গজ ফিতা’, ‘টেনশন মতিন’, ‘দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’। আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্ত, যে কাজগুলো শিগগিরই প্রকাশ পাবে। সামান্তা বলেন, ‘যে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা আছে এই নাটকগুলোতে অভিনয় করে আমার অনেক ভালোলেগেছে। দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অভিনয়ের দুনিয়ায় পথচলায় বলা যায় আমি একেবারেই নতুন। তারপরও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত