কোটা সংস্কার আন্দোলন
দেশটা সংস্কার করব আমরা : বাঁধন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। শিল্পী সমাজের বক্তারা এ সময় আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার, নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রতিবাদের স্বরে অভিনেত্রী বলেন, ‘যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে; সে রাষ্ট্র কখনওই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না।’ বাঁধন বলেন, ‘ওই বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারত। ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি থাকতে পারতাম। এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। এর দায় রাষ্ট্রের নিতে হবে।’ বাঁধন আরো বলেন, ‘আমি এই দেশেই থাকব। এই ভাবেই থাকব। আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকব। এরকম নিপীড়িত হয়ে আমি থাকব না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না। কারণ দেশটা আমার। দেশটার সংস্কারও করব আমরা।’