যুক্তরাজ্যের লন্ডনে এই নিয়ে চতুর্থবারের মতো স্টেজ শো’তে অংশগ্রহণ করতে গেলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান। এরই মধ্যে গেলো কয়েকদিনে লন্ডনে পরপর দুটি শো’তে এবং বার্মিংহামে একটি শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন সাব্বির জামান। সাব্বির জামান বলেন, ৯ জুলাই আমি যুক্তরাজ্যে এসেছি। এই নিয়ে যুক্তরাজ্যে আমার চতুর্থবারের মতো আসা। এর আগে প্রথমবার আমি যুক্তরাজ্যে আসি ২০১০-এ। ২০২২ সালে আমি পরপর দুইবার শো করতে আসি। আর এই নিয়ে চতুর্থবার আমার যুক্তরাজ্যে আসা। এখানে এবার আসার পর লন্ডনে দুটি এবং বার্মিহামে একটি স্টেজ শোতে অংশ নিয়েছি। তিনটি শো’ই বেশ বড় শো ছিল। আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে এখানে নিয়ে এসেছেন। যতোগুলো শোতে গিয়েছি প্রত্যেকটি শো’তে আমি যে সম্মান, যে ভালোবাসা পেয়েছি তাতে সত্যিই আমি ভীষণ মুগ্ধ, গর্বিত। দেশের বাইরে গানে গানে বাংলাদেশকে তুলে ধরতে শিল্পী হিসেবে ভীষণ গর্ববোধ করি। এটা সত্যি যে লন্ডনে আসলে মনে হয় যেন বাংলাদেশেই আছি। তবে মনটা দেশের জন্য অস্থির হয়ে আছে। বাবা মা, স্ত্রী সন্তানের কাছে দ্রুত ফিরে যেতে ইচ্ছে করছে। সবার কাছে দোয়া চাই যেন আমি দ্রুত ঠিকঠাক মতো দেশে ফিরতে পারি।’ সাব্বির জামানের কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হচ্ছে ‘ও মেয়ে’। গানটি লিখেছেন সুর করেছেন সাব্বির জামান নিজেই।