ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্লে-ব্যাক করারই স্বপ্ন সাথী খানের

প্লে-ব্যাক করারই স্বপ্ন সাথী খানের

সাথী খান, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় আলোচিত সঙ্গীতশিল্পী। বিশেষত ফোক গানের শিল্পী হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। তার কণ্ঠে প্রতিবাদী ঘরানার গান ‘আমি নতুন কী আর আছি গো, পুরান হইয়া গেছি’ গানটি গত মার্চ মাষে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে গানটি। গানটির কথা ও সুর হানিফ খানের। এছাড়া কাব্যিক পলাশের লেখা ও সুরের ‘আমি এক এমন পাখি’ গানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মোট কথা ফোক গানে নিজের মৌলিক গান দিয়ে এরই মধ্যে সারা দেশব্যাপী সাথী খান বেশ আলোচনায় এসেছেন। তবে সাথী খানের স্বপ্ন প্লে-ব্যাক করা, অর্থাৎ সিনেমাতে গান করাই তার স্বপ্ন। সাথী খান বলেন, ‘প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমাতে গান করার।

সিনেমার গানের প্রচার যেমন অনেক বেশি হয়ে থাকে নানান মাধ্যমে, শ্রোতাপ্রিয়তা বা জনপ্রিয়তাও হয় একটা অন্য লেবেলে। যে গান মোটামুটি হিট হয় তা দেশের আনাচে কানাচেসহ দেশের বাইরেও বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। তাছাড়া আমাদের দেশের সিনিয়র শিল্পী যারা আছেন যেমন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম এমন কী শ্রদ্ধেয় মমতাজ আপারও সিনেমায় অনেক গান আছে যা শ্রোতা দর্শকের মুখে এখনো শোনা যায়। তো আমিও চাই সিনেমায় এমন কিছু গান করতে যা যুগের পর যুগ যেন শ্রোতা দর্শকের মধ্যে থেকে যায়। জানি না সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন কবে পূরণ হবে। তবে আমি প্রচণ্ড ধৈর্য্য ধরে অপেক্ষা করছি।’ এরইমধ্যে চলতি মাসের শুরুতেই সাথী হানিফ খানের কথা ও সুরে ‘তোমার বংশের কী নীতি’ ও মামুন আফনান রুমীর লেখা ও সুরে ‘বিশ্ব হারামী’ গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও সাথী খান জানান তার নিজের চ্যানেল ‘সাথী খান’-এ নতুন নতুন মৌলিক গান প্রকাশের জন্য মিউজিক ভিডিওসহ প্রস্তুত আছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই গানগুলো প্রকাশ করবেন বলে জানালেন সাথী খান। এদিকে গতকাল ছিল বন্ধু দিবস’। সাথী খানের সবচেয়ে প্রিয় বন্ধু ইতি, যারসঙ্গে ঘোড়াশালের ‘ইউরিয়া সার কারখানা কলেজ’-এ দুই বছর একসঙ্গে পড়াশুনা করেছেন। তার জন্মদিন আগামী ২৩ সেপ্টেম্বর। আসছে জন্মদিনে ইতিকে সারপ্রাইজ দেবার ইচ্ছে আছে তার। বন্ধু দিবসে প্রিয় বান্ধবী ‘ইতি’র জন্য অনেক শুভ কামনা জানিয়েছেন সাথী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত