নতুন সিনেমাতেও মিথিলার অভিনয়ের প্রশংসা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে নিজের জায়গা করে নিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। এটি কলকাতায় মুক্তি পাওয়া মিথিলার তৃতীয় চলচ্চিত্র। একই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। তবে তুফানের থেকে আলোচনায় পিছিয়ে নেই দুলাল দে পরিচালিত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই সিনেমায় মিথিলার অভিনয় জয় করে নিয়েছে ওপার বাংলার দর্শকদের। মুক্তির পর সিনেমাটির সঙ্গে মিথিলার অভিনয়েরও প্রশংসা করেছেন ভারতীয় সমালোচকেরা। সিনেমাটি মূলত শখের গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির গল্প। ক্রিকেটার কাম গোয়েন্দাকে পর্দায় হাজির করেছেন নির্মাতা। নতুন এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল। আর ছবিটির দেবযানী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, এই সিনেমায় মফস্বলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় মিথিলার অভিনয় নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। আর সংবাদ প্রতিদিনে লিখেছে, মিথিলা স্বাভাবিক সুন্দরী, তার চড়া মেকআপের প্রয়োজন ছিল না। তবে, অভিনয়ে তিনি সাবলীল। আর নিজের নতুন সিনেমা সম্পর্কে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, কলকাতায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সবগুলোর জন্যই ভালো সাড়া ও প্রশংসা পেয়েছি। তার মধ্যে ‘মায়া’ সিনেমাটি বেশ ভালো চলেছে। ‘অভাগী’ পুরস্কার জিতেছে। পিছিয়ে নেই ‘নীতিশাস্ত্র’ও। কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমার কাহিনির প্রেক্ষাপট পানাঘাট শহরতলি। সেখানের একটি হাসপাতালের তরুণ চিকিৎসকের মৃত্যুরহস্যকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। সিনেমাটি নিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু-একটু করে গল্প এগিয়ে শেষ দৃশ্যেই চূড়ান্ত চমক দেয়া হয়েছে। সিনেমাটিতে যুক্ত হওয়া নিয়ে মিথিলা বলেন, পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান।