থানা-পুলিশহীন বাংলাদেশে ক্রমশ আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। প্রায় প্রতি রাতে দেশজুড়ে আতঙ্ক, নেমেছে ডাকাতদল! আর এসব নিয়ে গত তিনদিন ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী রয়েছেন সতর্ক বার্তা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে। ৫ আগস্ট সরকার পতনের উল্লাসধ্বনি না থামতেই শুরু হয়েছে আগুন, হত্যা আর লুটতরাজের আতঙ্ক। এসব বিষয়ে শুরু থেকেই সচেতন বার্তা দিয়ে আসছেন মেহজাবীন বিজয়ের দিনই ফেসবুক বার্তায় মেহজাবীন বলেছেন, ‘বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’ একই দিন ফেনী বাঁশ পাড়ার দুর্গা মন্দিরে আগুনের ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেছেন, ‘এটাকে উদযাপন বলে না!’ ৭ আগস্ট অভিনেত্রী নিজের দেয়ালে শেয়ার করেন সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সঙ্গে যোগাযোগের নম্বর। যে নম্বরগুলোর মাধ্যমে মানুষ যে কোনো বিপদে সাহায্য চাইতে পারবে। একই দিন তিনি শেয়ার করেছেন সংগীতশিল্পী রাহুল আনন্দের পোড়া বাড়ির ছবি এবং সংগীত পরিচালক ইমন চৌধুরীর একটি পোস্ট। এদিকে গত বুধবার দিনগত মধ্যরাতে কালো ব্যানারে অভিনেত্রী সবাইকে সচেতন করেন এই বলে, ‘উত্তরার সব সেক্টর, মিরপুর, মোহাম্মদপুরে ডাকাতের আক্রমণ। সবাই সচেতন থাকুন।’ লক্ষণীয় বিষয়, মেহজাবীন চৌধুরী যতোটা না আন্দোলন ও ক্ষমতার পালাবদল নিয়ে আগ্রহী, ততোধিক মানবিক অবতারে হাজির রয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। তার সব সামাজিক প্রতিক্রিয়া সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তার জন্যে। এদিকে নাটকের ১৪ বছরের সফল অধ্যায় শেষে অভিনেত্রী এখন মন বসিয়েছেন সিনেমার বাজারে। তার প্রথম সিনেমা ‘সাবা’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিভাগে নির্বাচিত হয়েছে। এ উৎসবের ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে লড়াই করবে মাকসুদ হোসেন নির্মিত বাংলাদেশি এই সিনেমা। উৎসবের এবারের আসর বসছে ৫ সেপ্টেম্বর, কানাডার টরন্টোয়। পর্দা নামছে ১৫ সেপ্টেম্বর।