ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নায়ক ফেরদৌস ভারতে!

নায়ক ফেরদৌস ভারতে!

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যানন তার দলের নেতাকর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার। অনেকের প্রশ্ন ফেরদৌস এখন কোথায়? ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ফেরদৌস নাকি এখন ভারতে আছেন। তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। এই বিপদের সময় তার কাছে ভারতেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে। যদিও কেউ কেউ আবার দাবি করেছেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি। বরং তিনি বাংলাদেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ। তার ব্যক্তিগত সচিবের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ৫ আগস্টের পর থেকেই খোঁজ নেই ফেরদৌসের। তাকে সবশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। চ্যানেলটির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

কয়েক বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস। দলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে ঢাকা-১০ আসনের নৌকার মাঝি করা হয়েছিল তাকে। নির্বাচনে জিতে সংসদে গেলেও বছর না ঘুরতেই সরকার পতন। ফলে পদ হারিয়ে অস্তিত্ব সংকটে এখন অভিনেতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত