আজ থেকে প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত ‘মাঙ্কি বিজনেস’ নাটকে অভিনয় করেছিলেন ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিণ শেয়ার করা হয়নি। এবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিণ শেয়ার করছেন ইরেশ যাকের ও সাবিলা নূর। অপূর্ণ রুবেলের রচনায় তারা দু’জন ‘সুঁতো’ নাটকে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভীষণ আবেগী গল্পের এই নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশেষত নাটকে ইরেশ, সাবিলা ও পার্থর অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, ‘সত্যি বলতে কী সাবিলা এখন খুউব ভালো অভিনয় করে। আর যারা ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করতেও ভীষণ ভালোলাগে। কারণ তখন কাজটা খুউব ভালো হয়। আর সাবিলা এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। যার কাজ দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। এটা সাবিলা শ্রম দিয়ে তার অভিনয় দিয়ে অর্জন করেছে। সুতো নাটকটির গল্প খুউব ভালোলেগেছে আমার, নাটকটি প্রকাশের পর রেসপন্সও ভালো পাচ্ছি।’ সাবিলা নূর বলেন, ‘দীর্ঘ দশ বছর পর আমরা অবশেষে একসঙ্গে স্ক্রীণ শেয়ার করার সুযোগ পেলাম। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে অভিনয় করেও তখন আমাদের স্ক্রীণ শেয়ার করা হয়নি। এবার একসঙ্গে অভিনয় করা হলো। ইরেশ ভাই একজন অভিজ্ঞ শিল্পী। তারসঙ্গে কাজ করার মানে হলো নতুন কিছু শেখা, অভিনয় সম্পর্কে আরো বিষদ জানা। কাজের ফাঁকে ফাঁকে তা আরো জানা হলো। ইমরাউল রাফাত ভাই নিঃসন্দেহে একজন গুণী নির্মাতা। দীর্ঘদিন পর তার নির্দেশনায় কাজ করেও শান্তি পেলাম, একটা খুউব ভালো কাজ হলো।