যুক্তরাষ্ট্রে একের পর এক স্টেজ শো’তে ডলি সায়ন্তনী

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ডলি সায়ন্তনী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। নায়ক রুবেল অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘উত্থান পতন’ সিনেমায় ‘হে যুবক’ গানটি গেয়ে যিনি রাতারাতি ব্যাপক আলোচনায় এসেছিলেন। এখনো এই গান শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় একটি গান। এরপর ডলি সায়ন্তনীর গাওয়া আরো বহু গান জনপ্রিয় হয়ে উঠেছে যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে ‘বিষম পীরিত’, ‘কালিয়া’, ‘অন্তর দিলাম’, ‘দেখলে তোমায়’, ‘বুক চিন চিন করছে’, ‘আমার মাটির গাছে’ ‘অন্তরে তুমি’, ‘তুমি শুধু লীলা বোঝ’, ‘কোন বা পথে নিতাইগঞ্জ যাই’, ‘পিরিতির বাজার ভালো না’, ‘দে মন দে’ ইত্যাদি। গেলো জুলাইয়ের শুরুতে ডলি সায়ন্তনী পরপর কয়েকটি শো’তে সঙ্গীত পরিবেশন করতে আমেরিকা গিয়েছেন। সেখানে এরই মধ্যে ওয়াশিংটন, ফ্লোরিডা, ওকলাহোমাসহ ফ্লোরিডার পাশে আরো একটি সিটিতে সঙ্গীত পরিবেশন করেছেন। ডলি সায়ন্তনী বলেন, ‘এর আগে আমি ১০ বার শো’তে অংশ নিতে আমেরিকায় এসেছিলাম। এই নিয়ে আমার ১১তম বার আমেরিকায় আসা। সঙ্গে আমার ছোট মেয়ে ফাইজাহ আছে। এরই মধ্যে চারটি শো’তে অংশ নিয়েছি বিভিন্ন সিটিতে। আরো কয়েকটি সিটিতে শো করার ব্যাপারে আলাপ চলছে, এখনো চুড়ান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে আরো কয়েকটি শো করতে পারবো। শো শেষে দেশে ফিরবো ইনশাআল্লাহ। যেহেতু আরো কয়েকটি শো করার কথা চলছে, তাই ঠিক কবে দেশে ফিরবো তা চূড়ান্ত করতে পারছি না। দেশের জন্যও মনটা অস্থির হয়ে আছে। দেশের সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক-এই শুভ কামনা রইলো।’ ডলি সায়ন্তনী জানান ২০০০ সালে তিনি প্রথম আমেরিকা গিয়েছিলেন। তবে দেশের বাইরে তিনি প্রথম যান ওমানে, ১৯৮৯ সালে। ঢাকার ওরিয়েন্টাল কির্ডান গার্ডেনে ডলি সায়ন্তনীর পড়াশুনা শুরু হয়েছিল। এই স্কুলের হাফিজ স্যার ছিলেন তার সবচেয়ে প্রিয় শিক্ষক। দীর্ঘদিন তার সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই ডলি সায়ন্তনীর। ডলি সায়ন্তনীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আলোচিত গান হচ্ছে ‘পত্র দেয় না’। গানটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এদিকে ইউটিউবেও তার নিজের নামে একটি ইউটিউব চ্যানেলে আছে। গত বছর এই চ্যানেলেই তার সর্বশেষ মৌলিক গান ‘এক তরফা বাইসা ভালো’ প্রকাশিত হয়।