উপদেষ্টাদের অভিনন্দন শো’তে ফেরার অপেক্ষায় তারা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ১৩ জন উপদেষ্টাও দায়িত্ব নিয়েছেন। আশা করা যাচ্ছে শিগগিরই দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দেশের অন্যান্য অঙ্গনসহ সংস্কৃতি অঙ্গনেও স্বাভাবিক অবস্থা ফেরার প্রত্যাশায় শিল্পীরা। জীবন চলার পথে গানই যাদের পেশা তাদের জীবনও অন্যান্য সবার মতোই স্থিতিশীল হয়ে আছে। ঠিক কবে নাগাদ শিল্পীরা গানে গানে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এটাও এখনো নিশ্চিত নয়। এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শারমিন কেয়া, ইয়াসমিন লাবণ্য, মৌলি মজুমদার, তানজিন মিথিলা ও ইসফাত আরা কায়সার রনিরা স্টেজ শো’তে ফেরার অপেক্ষায়। শারমিন কেয়ার বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান আছে। বছরজুড়েই তিনি কিছুদিন পরপর নতুন নতুন মৌলিক গান প্রকাশ করতেও ভালোবাসেন। স্টেজ শো’তে ইংরেজি গান গাইতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি ফোক আধুনিকও তিনি দারুণ পরিবেশন করেন। তার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান লুৎফর হাসানের লেখা ও এহসান রাহি’র সুর করা ‘ছুঁইও না’ গানটি। ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে সোনালী দিনের গান বেশি শ্রুতিমধুর হয়ে উঠে। বাংলা আধুনিক গানে একদম নতুন যে প্রজন্মটি চলছে সেখানে ইয়াসমিন লাবণ্যর অবস্থান বলা যায় শীর্ষে। তাকে নিয়ে অনেক সঙ্গীত পরিচালকই কাজ করছেন এখন। শিল্পীরাও তারসঙ্গে দ্বৈত গানে আগ্রহী হয়ে উঠছেন। গানের পাশাপাশি উপস্থাপনাতেও অনবদ্য লাবণ্য। মৌলি মজুমদার মূলত একজন ফোক ঘরানার শিল্পী। তার কণ্ঠে ফোক গান এক অন্যরকম মাত্রা পায়।