ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা

৫ আগস্ট সরকার পতনের পর নানা ঘটনা সামনে আসছে। এর মধ্যে অন্যতম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’।

শোনা যাচ্ছে, বন্দিদের সেখানে আটকে রেখে চালানো হতো অমানুষিক নির্যাতন। এবার এই ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘ইন্দুবালা’খ্যাত পরিচালক জয় সরকার। সিনেমার নামও ‘আয়নাঘর’।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন তিনি। এটি প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শুরু হবে সিনেমাটির শুটিং।

এ ব্যাপারে জয় বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই সিনেমাটি করতে চাই। কেয়া ছাড়া আরো থাকবেন পরিচিত তারকারা, এখন গল্প লিখছি। জানা গেছে, আয়নাঘরে থাকা ব্যক্তিদের কাছে সেখানকার প্রেক্ষাপট জেনে নেবেন পরিচালক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত