ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করার কথা ছিলো গুণী অভিনেত্রী ফারজানা ছবির। কিন্তু কোটা আন্দোলন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে পিছিয়ে যায় তার নতুন ধারাবাহিকে কাজ করা। তবে আজ জন্মদিনে ছবি জানালেন, আগামী ১৯ আগস্ট থেকে তিনি মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মিলন হবে কতোদিনে’র শুটিং-এ অংশ নিতে যাচ্ছেন তিনি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। ছবি জানালেন আরো দুটি ভিন্ন চ্যানেলে তার অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ও সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘বোকা প্রেম’ ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে দুটি ধারাবাহিক প্রচারের পাশাপাশি তিনটি নতুন বিজ্ঞাপনও প্রচার হচ্ছে বিভিন্ন চানেলে। বিজ্ঞাপন তিনটি হলো শঙ্খদাস গুপ্তের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের অ্যারোসল, আইরিনের পরিচালনায় ডেটল ও প্রাণ টিমের নির্দেশনায় নির্মিত ভিশন এসি। তিনটি বিজ্ঞাপনের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি। এদিকে আজ ছবির জন্মদিন। বিগত জীবনের প্রতিটি জন্মদিনই কেটেছে অনেক উচ্ছ্বাস আর আনন্দের মধ্যদিয়ে। কিন্তু এবারের জন্মদিনকে ঘিরে তার নিজের কোনো উচ্ছ্বাস বা আনন্দ নেই। হয়তো পরিবারের সদস্যরা দিনটিকে একটু বিশেষায়িত করে তোলার চেষ্টা করবে। কিংবা দুই ছেলেকে একটু আনন্দ দেবার চেষ্টা থাকবে ছবির।

এর বাইরে বিশেষ কিছু নয়। ফারজানা ছবি বলেন, ‘বিগত আন্দোলনে শহীদ হওয়া সব শিক্ষার্থী, সাধারণ জনগণ, পুলিশসহ আরো অন্যান্যদের আত্নার শান্তি কামনা করছি। তবে বিগত আন্দোলনকে ঘিরে আমরা যে বর্বতার পরিচয় দিয়েছি, আমার মনে হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। একজন গর্ভবতী মহিলা পুলিশকে দেখলাম তিনি বাঁচার জন্য আকুতি করছেন। কিন্তু তার আঁকুতি না শুনে তাকে মেরে ফেলা হলো, তাকে জবাই করা হলো। এই নৃশংসতাটা আমাদের বিবেককে জাগ্রত করে বন্ধ হওয়া উচিত ছিল। সত্যি বলতে কী এখন বাতাসটা অনেক ভারী লাগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত