‘শনিবার বিকেল’ নিয়ে যা বললেন তিশা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’। ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি মেলেনি গত চার বছরে। একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ সিনেমা ভারতে মুক্তি পেলেও বাংলাদেশে সিনেমাটি অদৃশ্য এক কারণে আটকে ছিল সেন্সর বোর্ডে। আপিল করার মাধ্যমে মৌখিকভাবে মুক্তির অনুমতি মিললেও কাগজে-কলমে ছাড়পত্র মেলেনি। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি দীর্ঘসময় ধরে সেন্সরে আটকে আছে। আপিল বিভাগ থেকে এটিকে ছেড়ে দিলেও আবার সেন্সর আটকে দিয়েছে। কিন্তু এ সিনেমা আমেরিকা ও কানাডাতেও মুক্তি দেয়া হয়েছে। সেখান থেকে আমরা দর্শকদের প্রচুর সাড়া পেয়েছি।