ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লুইপার ‘প্রার্থনায় তুমি’...

লুইপার ‘প্রার্থনায় তুমি’...

কিছুদিন আগেই ছিলো এই প্রজন্মের মিষ্টি আর সুরেলা কণ্ঠের গায়িকা জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন। অন্যান্য বারেরমতো এবারের জন্মদিন বিশেষভাবে আয়োজন করে উদযাপন করা হয়ে ওঠেনি তার। আবার ১৭ আগস্ট ছিলো লুইপার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী মো. আলমগীর হোসেনের জন্মদিন। একদিন নিজের জন্মদিন, অন্যদিন স্বামীর জন্মদিন। এরমধ্যে দেশের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক নয়। তাই দুজনের জন্মদিন আয়োজন করে উদযাপনের সুযোগও ছিলো না। তবে এরমধ্যে লুইপা গানের রেকর্ডিংয়ে ফিরেছেন। গেলো ১৬ আগস্ট লুইপা প্রথমবার এই প্রজন্মের তরুণ গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক সজীব দাসের সুর সঙ্গীতে একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। নাটকের নাম ‘ভালোবাসার মানুষ’। গানের শিরোনাম ‘প্রার্থনায় তুমি’। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। ‘প্রার্থনায় তুমি’ গানটির সুর সঙ্গীত করার পাশাপাশি এতে লুইপার সঙ্গে গেয়েছেনও সজীব দাস। লুইপার সঙ্গে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সজীব। সজীব বলেন, ‘এই প্রজন্মের অত্যন্ত মিষ্টি কণ্ঠের একজন গায়িকা তিনি। ইচ্ছা ছিলো আমার সুরে একটা হলেও গান করানোর। অবশেষে সেই সুযোগটি এলো। আমার সুরে গাইলেন তিনি, আমিও তার গানে সঙ্গী হলাম। গানটির কথা খুউব সুন্দর। আমি চেষ্টা করেছি মনের মতো সুর করতে। আশা করছি ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ লুইপা বলেন, ‘সজীব নামের মানুষগুলো কেন জানি আমার প্রিয় হয়ে যায়। সজীব দাস আমার খুব প্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত